মুরলীধ্বনি শুনি ব্রজনারী
যমুনা-তটে আসিল ছুটে
কুল মান যৌবন দিল চরণে ডারি॥
পবন গতিহীন রয়ে
যমুনা উজান বহে
বাঁশরি শুনি’ বিসরে গীত ময়ূর ময়ূরী শুক সারি॥
চকিত হয়ে ধেনুগণ তৃণ নাহি পরশে
গলিয়া পড়ে মেঘ সুর শুনি হরষে।
বেভুল আহিরিণী
চেয়ে থাকে উদাসিনী
বাঁশরি শুনি পাশরি গেল নিতে গাগরিতে বারি॥
[সূত্র: রবীন্দ্রসঙ্গীত-গবেষণা-গ্রন্থমালা ৩য় খণ্ড/প্রফুল্লকুমার দাস। পৃষ্ঠা ৫১।]মুরিলী ধুনি শুনি এরী মাই যমুনা তীর
তব সোঁ হম তন মন যোবন সোঁ বিকাই॥
পবন গতি হীন ভই যমুনা উজান বহে
বিসর গেই গবন শুক সারি হমারী প্যারী॥
খগিত ভই মীন গউ তৃণ ন চরাবে পুন
বছবা ন পিয়ে স্তন ঐসী শুনাই।
ছৈল গরডোরি লগাবে ব্রজনারী
জল ভরন ভুল গেই ঠাড়ি সখিরি রোই॥
সিন্ধু-ঝাঁপতাল[সূত্র: রবীন্দ্রসঙ্গীত-গবেষণা-গ্রন্থমালা ৩য় খণ্ড/প্রফুল্লকুমার দাস। পৃষ্ঠা ৫১।]
মুরিলী ধুনি শুনি এরী মাই যমুনা তীর
তব সোঁ হম তন মন যোবন সোঁ বিকাই॥
পবন গতি হীন ভই যমুনা উজান বহে
বিসর গেই গবন শুক সারি হমারী প্যারী॥
খগিত ভই মীন গউ তৃণ ন চরাবে পুন
বছবা ন পিয়ে স্তন ঐসী শুনাই।
ছৈল গরডোরি লগাবে ব্রজনারী
জল ভরন ভুল গেই ঠাড়ি সখিরি রোই॥