বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: যা সখি যা তোরা গোকুলে ফিরে 
	
		
        তাল: ফের্তা
			
যা সখি যা তোরা গোকুলে ফিরে।
যে পথে শ্যামরায় চ'লে গেছে মথুরায়
কাঁদিতে দে ল'য়ে সেই পথ ধুলিরে॥
এ তো ধূলি নয়, ধূলি নয়
হরি-চরণ-চিহ্ন-আঁকা এ যে হরি-চন্দন ধূলি নয়, ধূলি নয়
এই ধূলি মাখিয়া,
হ'য়ে পাগলিনী ফিরিব 
			'শ্যাম শ্যাম' ডাকিয়া।
হব যোগিনী এই ধূলি-তিলক-আঁকিয়া॥ (সখি গো)
শুনিয়াছি দূতি মুখে, প্রিয়তম আছে সুখে সেই মম পরম প্রসাদ।
ভুলিয়া এ রাধিকায়, সে যদি সুখ পায় তার সে সুখে সাধিব না বাদ॥
আমার দীরঘ শ্বাসে উৎসব-বাতি তার যদি নিভে যায়।
তাই ওলো ললিতা আমি হব ধূলি-দলিতা যাব না লো তার মথুরায়॥
আমি মথুরায় যাব, না গেলে মথুরাতে মোর শ্যামে আর ফিরে পাব না। (সখি গো)
হারানো মানিক কভু ফিরে লোকে পায়
হারানো হৃদয় ফিরে নাহি পাওয়া যায়॥
		
	
	- রচনাকাল 
		ও স্থান: 
		গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। 
	১৯৩৫ খ্রিষ্টাব্দে ১৮ সেপ্টেম্বর (মঙ্গলবার, ১ আশ্বিন ১৩৪১ বঙ্গাব্দ), এইচএমভি 
	রেকর্ড কোম্পানির সাথে কয়েকটি গান প্রকাশের জন্য নজরুলের একটি চুক্তি হয়। এই 
	চুক্তিপত্রে এই গানটির উল্লেখ ছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৬ বৎসর ৪ মাস।
 
- রেকর্ড:
		- এইচএমভির সাথে নজরুলের চুক্তিপত্র। [১৮ সেপ্টেম্বর ১৯৩৫ (বুধবার, ১ আশ্বিন ১৩৪২)
- 
এইচএমভি [মার্চ ১৯৩৬ (ফাল্গুন-চৈত্র ১৩৪২)। এন ৭৪৯২। শিল্পী: কমলা দেবী]
 
- স্বরলিপি ও স্বরলিপিকার: ইদ্রিস আলী [নজরুল 
	সঙ্গীত স্বরলিপি, চব্বিশতম খণ্ড, নজরুল ইন্সটিটিউট, ঢাকা] 
	১৯ সংখ্যক গান।
	[নমুনা]
 
- পর্যায়: 
	- বিষয়াঙ্গ: ভক্তি (হিন্দুধর্ম, বৈষ্ণব)