বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: নীল যমুনা সলিল কান্তি চিকন ঘনশ্যাম
        তাল: দাদরা
নীল যমুনা সলিল কান্তি চিকন ঘনশ্যাম।
তব শ্যামরূপে শ্যামল হল সংসার ব্রজধাম॥
রৌদ্রে পুড়িয়া তপিতা অবনী
চেয়েছিল শ্যাম-স্নিগ্ধা লাবনি,
আসিলে অমনি নবনীত তনু
ঢলঢল অভিরাম চিকন ঘনশ্যাম॥
আধেক বিন্দু রূপ তব দুলে ধরায় সিন্ধুজল
তব ছায়া বুকে ধরিয়া সুনীল হইল গগনতল।
তব বেণু শুনি,’ ওগো বাঁশুরিয়া,
প্রথম গাহিল কোকিল পাপিয়া,
হেরি কান্তার-বন-ভুবন ব্যাপিয়া
বিজড়িত তব নাম; চিকন ঘনশ্যাম॥