বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: বন্ধু রে, বন্ধু, -পরান বন্ধু
বন্ধু
রে, বন্ধু, -পরান বন্ধু
আমার দূরের বন্ধু আছে আমার ঐ গাঙের পারের গাঁয়ে।
ঝরা-পাতার পত্র আমার যায় ভেসে' তার পায়ে॥
জানি জানি আমার দেশে
আমার নেয়ে আসবে ভেসে',
ওরে চির ঋনী আছে সে যে আমার প্রেমের দায়ে॥
নূতন আশার পাল
তুলে' সে আসবে ফিরে' ঘরে
ফুটেছে তাই
কাশ-কুসুমের হাসি শুক্নো চরে।
পিদিম জ্বেলে' তারি আশায়
গহীন গাঙের স্রোতে ভাসায়
ওরে ঐ পিদিমের পথ ধ'রে সে আসবে সোনার নায়ে॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু
জানা যায় না। ১৯৩৫ খ্রিষ্টাব্দের ১৮ সেপ্টেম্বর (বুধবার, ১ আশ্বিন ১৩৪২)
টুইন রেকর্ড কোম্পানি'র সাথে নজরুলের চুক্তি হয়েছিল। এই চুক্তিপত্রে গানটি ছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৬ বৎসর ৪ মাস।
-
রেকর্ড:
- টুইন রেকর্ড কোম্পানির
সাথে নজরুলের চুক্তি। [১৮ সেপ্টেম্বর ১৯৩৫ (বুধবার,
১ আশ্বিন ১৩৪২]
- টুইন [নভেম্বর ১৯৩৭ (কার্তিক-অগ্রহায়ণ ১৩৪৪)।
এফটি ১২১৫২। শিল্পী:
সিদ্ধেশ্বর মুখোপাধ্যায়]
- টুইন [মার্চ ১৯৪২ (ফাল্গুন-চৈত্র ১৩৪৮)। শিল্পী: সুজন মাঝি
- স্বরলিপি ও স্বরলিপিকার: ইদ্রিস আলী [নজরুল
সঙ্গীত স্বরলিপি, চব্বিশতম খণ্ড, নজরুল ইন্সটিটিউট, ঢাকা]
১২ সংখ্যক গান। [নমুনা]
- পর্যায়: