বিষয়: নজরুল সঙ্গীত। 
শিরোনাম: গানের সাথি আছে আমার সুরের সেতু-পারে
	
		
			
				          তাল: কাহার্বা
				গানের সাথি আছে আমার সুরের সেতু-পারে।
তা'রি আশায় গানের ভেলা ভাসাই পারাবারে॥
        জানি জানি আমার এ সুর
        পাবেই পাবে চরণ বঁধুর
ঐ ভেলাতে আসবে বঁধু গভীর অন্ধকারে॥
ঘুমে যখন মগ্ন সবাই বন্ধু আমার আসে
ফুলের মতন সুরগুলি তার চেয়ে' হাসে।
        উদ্দেশে তার গানগুলি মোর
        যায় ভেসে যায় নেশায় বিভোর
যেমন ক'রে ছায় গো তপন চাঁদের অধিকারে॥
			
		
	
- রচনাকাল ও স্থান:
		গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৬ খ্রিষ্টাব্দের ২৭ জুলাই (সোমবার ১১ শ্রাবণ ১৩৪৩), নজরুলের 
সাথে রেকর্ড কোম্পানির চুক্তি হয়। উক্ত চুক্তি তালিকায় এই 
গানটি ছিল। এই সময় নজরুলের বয়স 
ছিল ৩৭ বৎসর ২ মাস।
 
- রেকর্ড:
	- রেকর্ড কোম্পানির সাথে চুক্তি [২৭ জুলাই ১৯৩৬  (সোমবার ১১ শ্রাবণ ১৩৪৩)]
- টুইন [ফেব্রুয়ারি ১৯৩৭ (মাঘ-ফাল্গুন ১৩৪৩)। এফটি ৪৭৭৪। শিল্পী: মাধবী দাশগুপ্তা।] 
	[শ্রবণ 
	নমুনা]
 
 
- স্বরলিপিকার ও স্বরলিপি:
সুধীন দাশ।
	
	নজরুল সঙ্গীত স্বরলিপি চতুর্দশ খণ্ড(নজরুল ইন্সটিটিউট)। ১২ সংখ্যক গান। রেকর্ডে মাধবী দাশগুপ্তার গাওয়া গানের সুরানুসারে স্বরলিপি করা হয়েছে।  
	[নমুনা]
 
- পর্যায়:
	
		- বিষয়াঙ্গ: 
			ভক্তি (সাধারণ)
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য