বিষয়: নজরুল সঙ্গীত
শিরোনাম: তোমার মহাবিশ্বে কিছু হারায় না তো কভু
    তোমার মহাবিশ্বে কিছু হারায় না তো কভু।
    আমরা অবোধ, অন্ধ মায়ায় তাই তো কাঁদি প্রভু॥
           তোমার মতই তোমার ভুবন
            চির পূর্ণ, হে নারায়ণ!
দেখতে না পায় অন্ধ নয়ন তাই এ দুঃখ প্রভু॥
ঝরে যে ফল ধূলায় জানি, হয় না তাহা (কভু) হারা,
ঐ ঝরা ফলে নেয় যে জনম তরূণ তরুর চারা —
            তারা হয় না কভু হারা।
            হারালো (ও) মোর প্রিয় যারা,
            তোমার কাছে আছে তারা;
আমার কাছে নাই তাহারা 'হারায়নিক' তবু॥