বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে
 
    রাগ: ভৈরবী, তাল: কাহার্‌বা
খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে।
প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে ॥
            শূন্যে মহা আকাশে
            মগ্ন লীলা বিলাসে,
ভাঙিছ গড়িছ নিতি ক্ষণে ক্ষণে॥
তারকা রবি শশী খেলনা তব, হে উদাসী,
পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি।
            নিত্য তুমি, হে উদার
            সুখে দুখে অবিকার;
হাসিছ খেলিছ তুমি আপন মনে॥