বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: মনে যে মোর মনের ঠাকুর তারেই আমি পূজা করি
 
                রাগ: ঝিঁঝিট-খাম্বাজ, তাল: দাদ্‌রা

         মনে যে মোর মনের ঠাকুর তারেই আমি পূজা করি,
         আমার দেহের পঞ্চভূতের পঞ্চপ্রদীপ তুলে ধরি॥
                    ফকির যোগী হয়ে বনে
                    ফিরি না তার অন্বেষণে
আমি    মনের দুয়ার খুলে দেখি রূপের জোয়ার মরি মরি॥
                    আছেন যিনি ঘিরে আমায়
                    তারে আমি খুঁজব কোথায়
          সাগরে খুঁজে বেড়াই সাগর বুকে ভাসিয়ে তরী।
                    মন্দিরের ঐ বন্ধ খোঁপে
                    ঠাকুর কি রয় পূজার লোভে?
         পেতে রাখি ভক্তি বেদী আসবে নেমে প্রেমের হরি॥