বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: মনে যে মোর মনের ঠাকুর তারেই আমি পূজা করি
রাগ: ঝিঁঝিট-খাম্বাজ, তাল: দাদ্রা
মনে যে মোর মনের ঠাকুর তারেই আমি
পূজা করি,
আমার দেহের পঞ্চভূতের পঞ্চপ্রদীপ
তুলে ধরি॥
ফকির যোগী হয়ে বনে
ফিরি না তার অন্বেষণে
আমি মনের দুয়ার খুলে দেখি রূপের জোয়ার মরি মরি॥
আছেন যিনি ঘিরে আমায়
তারে আমি খুঁজব কোথায়
সাগরে খুঁজে বেড়াই সাগর
বুকে ভাসিয়ে তরী।
মন্দিরের ঐ বন্ধ খোঁপে
ঠাকুর কি রয় পূজার লোভে?
পেতে রাখি ভক্তি বেদী আসবে নেমে
প্রেমের হরি॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। '
গুলবাগিচা
'
গীতি-সংকলনের প্রথম সংস্করণে [১৩ আষাঢ় ১৩৪০, ২৭ জুন ১৯৩৩] গানটি
প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৪ বৎসর ১ মাস।
- গ্রন্থ:
-
গুলবাগিচা।
- প্রথম সংস্করণ [১৩ আষাঢ় ১৩৪০, ২৭ জুন ১৯৩৩। কানাড়া মিশ্র-রূপক।
গুল-বাগিচা-৬২]
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংকলন। পঞ্চম খণ্ড। বাংলা একাডেমী। ঢাকা।
জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১। গুল-বাগিচা। গান সংখ্যা ৬২। কানাড়া মিশ্র-রূপক। পৃষ্ঠা ২৬১-১৬২]
- রেকর্ড
-
এইচএমভি [জুলাই ১৯৩৫ (আষাঢ়-শ্রাবণ ১৩৪১)। শিল্পী: তারক প্রসাদ পাঠক। রেকর্ডটি পরে বাতিল হয়ে যায়]
-
এইচএমভি। মার্চ ১৯৩৮ (ফাল্গুন- চৈত্র ১৩৪৪)। এন ১৭০৫৪। শিল্পী: কে
মল্লিক
- স্বরলিপি ও স্বরলিপিকার: সেলিনা হোসেন
[একবিংশ খণ্ড,
নজরুল ইন্সটিটিউট, ঢাকা] ১৯ সংখ্যক গান।
[নমুনা]
- সুরকার:
ধীরেন দাশ
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ভক্তি (হিন্দুধর্ম)
- সুরাঙ্গ: স্বকীয়