নজরুল ইন্সটিটিউট কর্তৃক
প্রকাশিত
নজরুল সঙ্গীত স্বরলিপি
একবিংশ খণ্ড
নজরুল ইন্সটিটিউট কর্তৃক প্রকাশিত নজরুল সঙ্গীতের এই গ্রন্থটি
প্রথম প্রকাশিত হয়েছিল ভাদ্র, ১৪০৭/
সেপ্টেম্বর, ২০০০ খ্রিষ্টাব্দে। এই গ্রন্থটির
অনুমোদন করেছিল, তৎকালীন সরকার কর্তৃক গঠিত 'নজরুল-সঙ্গীত স্বরলিপি প্রমাণীকরণ
পরিষদ'। উল্লেখ্য এই পরিষদের সভানেত্রী ছিলেন ফিরোজা বেগম।
পরিষদের অন্যান্য সদস্যরা ছিলেন বেদারউদ্দিন আহমদ, সোহরাব হোসেন,
সুধীন দাশ, ফেরদৌসী রহমান, এস. এম.
আহসান মুর্শেদ এবং মুহম্মদ নূরুল হুদা, নির্বাহী পরিচালক,
নজরুল ইন্সটিটিউট (সদস্য-সচিব)।
নজরুল সঙ্গীত স্বরলিপি একবিংশ খণ্ডের সমুদয়
গানের স্বরলিপি করেছেন সেলিনা হোসেন। গ্রন্থটিতে মোট ২৫টি গানের স্বরলিপি মুদ্রিত
আছে। এই গানগুলোর বর্ণানুক্রমিক তালিকা নিচে দেওয়া হলো।
- আঁখি ঘুম ঘুম ঘুম [তথ্য][নমুনা]
- আজ ভারতের নব আগমনী
[তথ্য]
[নমুনা]
- আজি নন্দলাল মুখচন্দ নেহারি
[তথ্য]
[নমুনা]
- আমার কালো মেয়ে পালিয়ে
[তথ্য]
[নমুনা]
- আমার কোন কূলে আজ ভিড়লো তরী
[তথ্য]
[নমুনা]
- ওগো অন্তরর্যামী ভক্তের তব শোন নিবেদন
[তথ্য]
[নমুনা]
- কল কল্লোল ত্রিংশ কোটি কণ্ঠে উঠেছে গান
[তথ্য][নমুনা]
- কে সাজালো মা-কে আমার
[তথ্য]
[নমুনা]
- গিরিধারী গোপাল ব্রজ গোপ দুলাল
[তথ্য]
[নমুনা]
- চোখের নেশার ভালবাসা
[তথ্য]
[নমুনা]
- জাগো জাগো শঙ্খচক্র গদাপদ্মধারী
[তথ্য]
[নমুনা]
- জাগো যোগমায়া জাগো
[তথ্য]
[নমুনা]
- ত্রিংশ কোটি তব সন্তান ডাকে তোরে
[তথ্য]
[নমুনা]
- নিশির নিশুতি যেন
[তথ্য]
[নমুনা]
- বউ কথা কও বউ কথা কও
[তথ্য]
[নমুনা]
- বাঁকা চোখে চাহে ও কে
[তথ্য]
[নমুনা]
- বাঁশীতে সুর শুনিয়ে
[তথ্য]
[নমুনা]
- ভারতলক্ষ্মী মা আয় ফিরে
[তথ্য]
[নমুনা]
- মনে যে মোর মনের ঠাকুর
[তথ্য]
[নমুনা]
- যাও তুমি ফিরে এই মুছিনু আঁখি
[তথ্য]
[নমুনা]
- যাহা কিছু মম আছে প্রিয়তম
[তথ্য]
[নমুনা]
- রাঙা জবার বায়না ধরে
[তথ্য]
[নমুনা]
- লুকোচুরি খেলতে হরি
[তথ্য]
[নমুনা]
- সোনার বরণ কন্যা গো
[তথ্য]
[নমুনা]
- সই নদীর পারে বকুল তলায়
[তথ্য]
[নমুনা]