বিষয়: নজরুল সঙ্গীত
শিরোনাম: চোখের নেশার ভালোবাসা সে কি কভু থাকে গো
রাগ: বাগেশ্রী মিশ্র, তাল: কাহার্বা
চোখের নেশার ভালোবাসা সে কি কভু থাকে গো
জাগিয়া স্বপনের স্মৃতি স্মরণে কে রাখে গো॥
তোমরা ভোল গো যা'রে চিরতরে ভোল তা'রে
মেঘ গেলে আবছায়া থাকে কি আকাশে গো॥
পুতুল লইয়া খেলা খেলেছ বালিকা বেলা
খেলিছ পরান ল'য়ে তেমনি পুতুল খেলা।
ভাঙিছ গড়িছ নিতি হৃদয়-দেবতাকে গো।
চোখের ভালোবাসা গ'লে
শেষ হ'য়ে যায় চোখের জলে
বুকের ছলনা সেকি নয়ন জলে ঢাকে গো॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু
জানা যায় না।
গুলবাগিচা
গীতি-সংকলনের প্রথম সংস্করণে [১৩ আষাঢ় ১৩৪০, ২৭ জুন ১৯৩৩] গানটি
প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৪ বৎসর ১ মাস
- গ্রন্থ:
- গুলবাগিচা।
- প্রথম সংস্করণ [১৩ আষাঢ় ১৩৪০, ২৭ জুন ১৯৩৩। বাগেশ্রী-কার্ফা। [গুল-বাগিচা-১৩]
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংকলন। পঞ্চম খণ্ড। বাংলা একাডেমী। ঢাকা।
জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১। গুল-বাগিচা। গান সংখ্যা
১৩। পিলু-কার্ফা। পৃষ্ঠা: ২৩২-২৩৩]
- রেকর্ড:
মেগাফোন [এপ্রিল ১৯৩৪ (চৈত্র ১৩৪০-বৈশাখ ১৩৪১)। জেএনজি ১০৮। শিল্পী: নিতাই ঘটক]
- স্বরলিপি ও স্বরলিপিকার:
- সেলিনা হোসেন
[একবিংশ খণ্ড,
নজরুল ইন্সটিটিউট, ঢাকা] দশম গান।
[নমুনা]
- নিতাই ঘটক। সঙ্গীতাঞ্জলি, প্রথম খণ্ড (জেনারেল প্রিন্টার্স য়্যান্ড
পাবলিশার্স প্রাইভেট লিমিটেড, ১৩৭৫। পৃষ্ঠা: ৫-৬]
[নমুনা]
- পর্যায়: