বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: গিরিধারী গোপাল ব্রজ গোপ দুলাল
তাল: কাহার্বা
গিরিধারী গোপাল ব্রজ গোপ দুলাল
অপরূপ ঘনশ্যাম নব তরুণ তমাল॥
বিশাখার পটে আঁকা মধুর নিরুপম
কান্ত ললিতার শ্রীরাধা প্রীতম
রুক্মিণী-পতি হরি যাদব ভূপাল॥
যশোদার স্নেহডোরে বাঁধা ননীচোর
নন্দের নয়ন-আনন্দ-কিশোর
শ্রীদাম-সুদাম-সখা গোঠের রাখাল॥
কংস-নিসূদন কৃষ্ণ মথুরাপতি
গীতা উদ্গাতা পার্থসারথি
পূর্ণ ভগবান বিরাট বিশাল॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে
কিছু জানা যায় না। ১৯৩৮ খ্রিষ্টাব্দের ফেব্রুয়ারি (মাঘ-ফাল্গুন
১৩৪৪) মাসে, এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে গানটির
প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৮ বৎসর ৮ মাস।
- রেকর্ড:
এইচএমভি। [ফেব্রুয়ারি ১৯৩৮ (মাঘ-ফাল্গুন ১৩৪৪)। এন ১৭০৩৯। শিল্পী:
সুধীরা সেনগুপ্তা ও ভ্রাতৃদ্বয়। সুর: কমল দাশগুপ্ত]
- বেতার (কলকাতা): সঙ্গীতানুষ্ঠান: গিরিধারী শ্রীকৃষ্ণ। ৩০ সেপ্টেম্বর ১৯৪০ (সোমবার ১৪ আশ্বিন ১৩৪৭)। প্রচার সময়: সন্ধ্যা ৬.৪৫।
- স্বরলিপি ও স্বরলিপিকার: সেলিনা হোসেন
[একবিংশ খণ্ড,
নজরুল ইন্সটিটিউট, ঢাকা] নবম গান।
[নমুনা]
- সুরকার:
কমল দাশগুপ্ত
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ভক্তি [হিন্দুধর্ম, বৈষ্ণব]
- সুরাঙ্গ: ভজন
- তাল:
কাহারবা
- গ্রহস্বর: সা