প্রচারের তারিখ: ১৯৪০ খ্রিষ্টাব্দের ৩০ সেপ্টেম্বর (সোমবার ১৪ আশ্বিন ১৩৪৭)।
প্রচার সময়: সন্ধ্যা ৬.৪৫-৭.২৪।
সহযোগিতায়: যন্ত্রী সংঘ
বিষয়: ভজন
শিল্প: শৈল দেবী, ইলা ঘোষ এবং চিত্তরঞ্জন রায়
সূত্র:
বেতার জগৎ। ১১শ বর্ষ, ১৮শ সংখ্যা। ১৬ সেপ্টেম্বর ১৯৪০।
এই গীতিচিত্রে নজরুলের রচিত গানের তালিকা