গিরিধারী শ্রীকৃষ্ণ
কলকাতা বেতারকেন্দ্র থেকে প্রচারিত নজরুল ইসলামের রচিত একটি গীতি-আলেখ্য

প্রচারের তারিখ: ১৯৪০ খ্রিষ্টাব্দের ৩০ সেপ্টেম্বর (সোমবার ১৪ আশ্বিন ১৩৪৭)।
প্রচার সময়: সন্ধ্যা ৬.৪৫-৭.২৫
সহযোগিতায়: যন্ত্রী সংঘ
বিষয়: ভজন
শিল্প: শৈল দেবী, ইলা ঘোষ এবং চিত্তরঞ্জন রায়
     সূত্র:
[The
Indian-listener 1940, Vol V, No 18. page 1437]

এই গীতিচিত্রে নজরুলের রচিত গানের তালিকা