বিষয়: নজরুল সঙ্গীত
শিরোনাম: গিরিধারী লাল কৃষ্ণ গোপাল
তাল: ফের্তা
গিরিধারী লাল মোর কৃষ্ণ গোপাল যুগে যুগে হ’য়ো প্রিয়
জনমে জনমে বঁধু তব প্রেমে আমারে ঝুরিতে দিও॥
তুমি চির চঞ্চল চির পলাতকা
প্রেমে বাঁধা প’ড়ে হ’য়ো মোর সখা
মোর জাতি কুল মান তনু মন প্রাণ হে কিশোর হ’রে নিও॥
রাধিকার সম
কুব্জার সম রুক্সিণী সম মোরে
গোকুল মথুরা দ্বারকায় নাথ রেখো তব সাথী করে।
গোপনে চেয়ো সব শত গোপীকায়
চন্দ্রাবলী ও সত্যভামায়
তেমনি হে নাথ চাহিও আমায় লুকায়ে ভালোবাসিও॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে
কিছু জানা যায় না। ১৯৩৯ খ্রিষ্টাব্দের (পৌষ-মাঘ ১৩৪৫) মাসে, টুইন রেকর্ড কোম্পানি থেকে এই গানটির
প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময়
নজরুলের বয়স ছিল ৩৯ বৎসর ৭ মাস।
- রেকর্ড:
- টুইন [জানুয়ারি ১৯৩৯ (পৌষ-মাঘ ১৩৪৫)। এফটি ১২৬৬৯। শিল্পী:
শোভারাণী দে। সুর: সুখময় গাঙ্গুলী]
- এইচএমভি [জুন ১৯৪৬ (জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৫৩)। এন ২৭৫৯৭। শিল্পী:
রেবা সোম। সুর: শৈলেশ দত্তগুপ্ত]
- বেতার: সঙ্গীতানুষ্ঠান: গিরিধারী শ্রীকৃষ্ণ। ৩০ সেপ্টেম্বর ১৯৪০ (সোমবার ১৪ আশ্বিন ১৩৪৭)। প্রচার সময়: সন্ধ্যা ৬.৪৫।
- স্বরলিপি ও স্বরলিপিকার:
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ভক্তি [হিন্দুধর্ম, বৈষ্ণব]
- সুরাঙ্গ: ভজন
- তাল:
কাহারবা
- গ্রহস্বর:
- স্ন [নিখিলরঞ্জন নাথ-কৃত স্বরলিপি]
- মা [ ইদ্রিস আলী-কৃত স্বরলিপি]