নজরুল ইন্সটিটিউট কর্তৃক প্রকাশিত
নজরুল সঙ্গীত স্বরলিপি
 তেইশতম খণ্ড

নজরুল ইন্সটিটিউট কর্তৃক প্রকাশিত নজরুল সঙ্গীতের এই গ্রন্থটি প্রথম প্রকাশিত হয়েছিল কার্তিক, ১৪০৯/ নভেম্বর, ২০০২ খ্রিষ্টাব্দে। এই গ্রন্থটির অনুমোদন করেছিল, তৎকালীন সরকার কর্তৃক গঠিত 'নজরুল-সঙ্গীত স্বরলিপি প্রমাণীকরণ পরিষদ'। উল্লেখ্য এই পরিষদের সভানেত্রী ছিলেন ফিরোজা বেগম। পরিষদের অন্যান্য সদস্যরা ছিলেন বেদারউদ্দিন আহমদ, সোহরাব হোসেন, সুধীন দাশ, ফেরদৌসী রহমান, এস. এম. আহসান মুর্শেদ এবং নির্বাহী পরিচালক, নজরুল ইন্সটিটিউট (সদস্য-সচিব)।

নজরুল সঙ্গীত স্বরলিপি  তেইশতম খণ্ডের সমুদয় গানের স্বরলিপি করেছেন নিখিলরঞ্জন নাথ।  গ্রন্থটিতে মোট ২৫টি গানের স্বরলিপি মুদ্রিত আছে। এই গানগুলোর বর্ণানুক্রমিক তালিকা নিচে দেওয়া হলো।

  1. ওগো নন্দদুলাল নাচে ছন্দ তালে [তথ্য] [নমুনা]
  2. ও মা তুই আমারে ছেড়ে আছিস্‌ [তথ্য] [নমুনা]
  3. ও মা তোর ভুবনে জ্বলে এত আলো [তথ্য] [নমুনা]
  4. ও রে দেখে যা তোরা নদীয়ায় [তথ্য] [নমুনা]
  5. কাঁদবো না আর শচীদুলাল তোমায় ডেকে ডেকে [তথ্য] [নমুনা]
  6. কে জানে মা তব মায়া মহামায়ারূপিণী [তথ্য[নমুনা]
  7. কে দুয়ারে এলে মোর তরুণ ভিখারী [তথ্য] [নমুনা]
  8. কোন্‌ ফুলেরি মালা দিই তোমার গলে লো প্রিয়া [তথ্য] [নমুনা]
  9. গিরিধারী লাল কৃষ্ণ গোপাল যুগে যুগে হ'য়ো প্রিয় [তথ্য] [নমুনা]
  10. চাও চাও চাও নববধূ অবগুণ্ঠন খোলো [তথ্য] [নমুনা]
  11. দীনের হতে দীন-দুঃখী অধম যেথা থাকে [তথ্য] [নমুনা]
  12. দুঃখ অভাব শোক দিয়েছ [তথ্য] [নমুনা]
  13. দুঃখ সাগর মন্থন শেষ [তথ্য] [নমুনা]
  14. দে দোল্‌ দে দোল্‌ ওরে দে দোল্‌ দে দোল্‌ [তথ্য] [নমুনা]
  15. দোলে প্রাণের কোলে প্রভুর নামের মালা [তথ্য] [নমুনা]
  16. নন্দদুলাল নাচে নাচে রে [তথ্য] [নমুনা]
  17. প্রভু তোমাতে যে করে প্রাণ নিবেদন [তথ্য] [নমুনা]
  18. প্রভু সংসারেরি সোনার শিকল বেঁধো না [তথ্য] [নমুনা]
  19. বলি মাথা খাস্‌ রাধে [তথ্য] [নমুনা]
  20. বজ্রগোপাল শ্যাম সুন্দর [তথ্য] [নমুনা]
  21. মাধব গোবিন্দ শ্রীকৃষ্ণ মুরারী [তথ্য] [নমুনা]
  22. যাও হেলে এলোচুলে কে গো বিদেশিনী [তথ্য] [নমুনা]
  23. রাই বিনোদিনী দোলো ঝুলন দোলায় [তথ্য] [নমুনা]
  24. শ্রী রঘুপতি রাম [তথ্য] [নমুনা]
  25. হরি হে তুমি তাই দূরে থাক সরে [তথ্য] [নমুনা]