বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: যাও হেলে দুলে এলোচুলে কে গো বিদেশিনী 
	
		
                  
	তাল: কাহার্বা
পুরুষ   :  যাও হেলে দুলে এলোচুলে কে গো বিদেশিনী
            কাহার আশে কাহার 
	অনুরাগিনী।
স্ত্রী      :  আমি কনক চাঁপার দেশের মেয়ে
            এনু ঊষার রঙের গান 
	গেয়ে
            আমি মল্লিকা গো 
	পল্লীবাসিনী।
পুরুষ   :  চিনি চিনি ওই চুড়ি কাঁকনের রিনিকি রিনি
            তুমি ভোর বেলা দাও 
	স্বপনে দেখা।
স্ত্রী      :  তোমার রঙে কবি আঁক আমারি ছবি
            তুমি দেবতা রবি আমি 
	তব পূজারিণী।
পুরুষ   :  এসো ধরণীর দুলালী আলোর দেশে
            যথা তারার সাথে চাঁদ 
	গোপনে মেশে
স্ত্রী      :  আনো আলোক তরী 
	আমি যাই গো ভেসে
দ্বৈত    :  চলো যাই ধরণী ধূলির ঊর্ধে
পুরুষ   :  যথা বয় অনন্ত
স্ত্রী      :  প্রেম মন্দারিণী
পুরুষ   :  যথা বয় অনন্ত
দ্বৈত    :  প্রেম মন্দারিণী॥
		
	
	- রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে 
		সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৪ খ্রিষ্টাব্দের এপ্রিল (চৈত্র ১৩৪০-বৈশাখ ১৩৪১) মাসে, টুইন রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ৩৪ বৎসর ছিল 
	১১ মাস।
		 
 
- পত্রিকা: এইচএমভি [এপ্রিল ১৯৩৪ (চৈত্র ১৩৪০-বৈশাখ ১৩৪১)। এন ৭২২৪। শিল্পী: 
			ধীরেন দাস ও মিস বীণাপাণি]
 
- স্বরলিপি ও স্বরলিপিকার: নিখিলরঞ্জন নাথ 
	[নজরুল 
	সঙ্গীত স্বরলিপি, তেইশতম খণ্ড, নজরুল ইন্সটিটিউট, ঢাকা। কার্তিক ১৪০৯ 
নভেম্বর ২০০২ খ্রিষ্টাব্দ] ২২ সংখ্যক গান। 
	[নমুনা]
- পর্যায়: 
	
		- বিষয়াঙ্গ: প্রেম
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য
- তাল: 
		কাহারবা
- গ্রহস্বর: সঋ