বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: দীনের হতে দীন দুঃখী অধম যেথা থাকে
তাল: দাদ্রা
দীনের হতে দীন দুঃখী অধম যেথা থাকে
ভিখারিনী বেশে সেথা দেখেছি মোর মাকে
মোর অন্নপূর্ণা মাকে॥
অহংকারের প্রদীপ নিয়ে স্বর্গে মাকে খুঁজি
মা ফেরেন ধূলি পথে যখন ঘটা করে পূজি
ঘুরে ঘুরে দূর আকাশে প্রণাম আমার ফিরে আসে
যথায় আতুর সন্তানে মা কোল বাড়ায়ে ডাকে॥
নামতে নারি তাদের কাছে সবার নীচে যারা
তাদের তরে আমার জগন্মাতা সর্বহারা।
অপমানের পাতাল তলে লুকিয়ে যারা আছে
তোর শ্রীচরণ রাজে সেথা
নে মা তাদের কাছে
আনন্দময় তোর ভুবনে আনব কবে বিশ্বজনে
আমি দেখব জ্যোতির্ময়ী রূপে সেদিন তমসাকে
আমার অন্নপূর্ণা মাকে॥
-
রচনাকাল
ও স্থান:
গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৮ খ্রিষ্টাব্দের ২৮শে এপ্রিল (বৃহস্পতিবার
১৫ বৈশাখ ১৩৪৫) এইচএমভি রেকর্ড কোম্পানির সাথে নজরুলের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এই
চুক্তিপত্রে গানটি ছিল। এই
সময় নজরুলের বয়স ছিল ৩৮ বৎসর ১১ মাস।
- রেকর্ড:
- এইচএমভি রেকর্ড কোম্পানির সাথে নজরুলের চুক্তি। ২৮শে এপ্রিল ১৯৩৮
খ্রিষ্টাব্দ (বৃহস্পতিবার ১৫ বৈশাখ ১৩৪৫)।
- এইচএমভি। এপ্রিল
১৯৪৪ (চৈত্র ১৩৫০-বৈশাখ ১৩৫১)। এন ২৭৪৪৪। শিল্পী: মৃণালকান্তি ঘোষ
- স্বরলিপি ও স্বরলিপিকার: নিখিলরঞ্জন নাথ
[নজরুল
সঙ্গীত স্বরলিপি, তেইশতম খণ্ড, নজরুল ইন্সটিটিউট, ঢাকা। কার্তিক ১৪০৯
নভেম্বর ২০০২ খ্রিষ্টাব্দ] ১১ সংখ্যক গান।
[নমুনা]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ভক্তি (হিন্দুধর্ম, শাক্ত)
- সুরাঙ্গ: স্বকীয়
- তাল:
দাদরা
- গ্রহস্বর: র্সা