বিষয়: নজরুল সঙ্গীত
শিরোনাম: চাও চাও চাও নব বধূ অবগুণ্ঠন খোলো
নাটিকা: ‘বিয়ে বাড়ি’, তাল: ফের্তা
চাও চাও চাও নব বধূ অবগুণ্ঠন খোলো
আনত নয়ন তোলো॥
আমি যে ননদী খরতর নদী লজ্জা কি
লজ্জায় ফুল শয্যায় কাল ছিল না তো নত ওই আঁখি
সবি বলে দেব যদি বউ কথা না বলো॥
‘বউ কথা কও’ ডাকে পাখি
তবুও নীরব রবে নাকি
দেখি দেখি গালে লালী ও কিসের? ও! লজ্জায় বুঝি লাল হলো॥
ও কি অধীর চরণে যেয়ো না যেয়ো না
আন-ঘরে লুকাইতে দেখে যদি কেউ
সখি পাশের ও ঘরে মানুষ যে রহে
তারও অন্তরে বহে বিরহের ঢেউ।
লজ্জাই যদি তব ভূষণ সজ্জায় তবে কি প্রয়োজন?
সুখে সুখী হব দুখে দুখী ব’সো মুখোমুখি লাজ ভোলো॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায়
না।
১৯৩৫
খ্রিষ্টাব্দের ১৩ জানুয়ারি (রবিবার ২৯ পৌষ ১৩৪১) নজরলের
সাথে রেকর্ড কোম্পানির চুক্তি হয়। এই চুক্তিতে এই গানটির উল্লেখ ছিল।
এই সময় নজরুলের বয়স ছিল ৩৫ বৎসর ৭ মাস।
-
গ্রন্থ: বিয়ে-বাড়ি (প্রীতি-উপহার সেট রেক্র্ডের কথা গাথা। ৩)। নজরুল রচনাবলী জন্মশতবার্ষিকী সপ্তম খণ্ড [১১ জ্যৈষ্ঠ ১৪১৫, ২৫ মে ২০০৮। পৃষ্ঠা: ৩৩৪-৩৩৫]
- রেকর্ড:
-
১৯৩৫
খ্রিষ্টাব্দের ১৩ জানুয়ারি (রবিবার ২৯ পৌষ ১৩৪১) নজরলের
সাথে রেকর্ড কোম্পানির চুক্তি হয়। এই চুক্তিতে এই গানটির উল্লেখ ছিল।
- বিয়ে-বাড়ি (প্রীতি-উপহার)। রেকর্ড নাটিকা।
এইচএমভি [জানুয়ারি ১৯৩৫ (পৌষ-মাঘ ১৩৪১)। এন ২৩২৭।
চরিত্র: ননদী। শিল্পী: কমলা ঝরিয়া]
স্বরলিপি ও স্বরলিপিকার: নিখিলরঞ্জন নাথ
[নজরুল
সঙ্গীত স্বরলিপি, তেইশতম খণ্ড, নজরুল ইন্সটিটিউট, ঢাকা। কার্তিক ১৪০৯
নভেম্বর ২০০২ খ্রিষ্টাব্দ] দশম গান।
[নমুনা]
পর্যায়:
- বিষয়াঙ্গ: রঙ্গরস
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য
- তাল: তালফেরতা (দাদরা
/কাহারবা)
- গ্রহস্বর: না