বিয়ে বাড়ি
কাজী নজরুল ইসলামের রচিত রেকর্ড নাটক। অপর নাম-প্রীতি উপহার।

১৯৩৫ খ্রিষ্টাব্দের জানুয়ারি মাসে (পৌষ-মাঘ ১৩৪১), এইচএএমভি এই নাটকটি প্রকাশ করেছিল ৩টি রেকর্ডে। রেকর্ড নম্বর ছিল -এন ৭৩২৬, এন ৭৩২৭, এন ৭৩২৮।

এটি মূলত গীতি প্রধান নাটিকা। এই নাটিকায় প্রথম প্রথম বেয়াই (কনের বাবা) ভূমিকায় নজরুল কণ্ঠদান করেছিলেন। অন্যান্য ভূমিকায় কণ্ঠদান করেছিলেন- কমলা ঝরিয়া, তুলসী চক্রবর্তী, ধীরেন দাস, নিভাননী, বীণাপাণি মুখোপাধ্যায়, আশ্চর্যময়ী, সরযুবালা ও হরিমতি।  এই নাটকে অন্তর্ভুক্ত গানগুলো হলো- গ্রন্থ সূত্র: নজরুল রচনাবলী জন্মশতবার্ষিকী সপ্তম খণ্ড [১১ জ্যৈষ্ঠ ১৪১৫, ২৫ মে ২০০৮]