বিষয়: নজরুলসঙ্গীত।
শিরোনাম:
বেয়ান ! বলি ও বেয়ান/ আলাপের যে ফুরসৎই নেই
 

নাটিকা: 'প্রীতি-উপহার'/বিয়ে বাড়ি'
বেয়াই = মেয়ের বাপ। বেয়ান=বরের মা

বেয়াই:     বেয়ান ! বলি ও বেয়ান !
               আলাপের যে ফুরসৎই নেই, এসো এসো এসো বেয়ান।
               (আহা) বেয়ান যেন জিরান রসের কড়াপাকের ভিয়ান॥
বেয়ান:      রসের কথা কে বলে ও ? ময়রা মিনসে বুঝি ?
               কে ও ? বেয়াই ? মাফ কর ভাই !
               গরু-খোঁজা ক'রে আমি তোমায় ফিরছি খুঁজি!

বরের বাবা:    (ওগো গিন্নি, গিন্নি কোথায় গো ?
                    অ ! বেয়াই-এর সাথে ভিড়ে গেছ বুঝি !)
                    আহা, এঁরা যেন রাধা-কৃষ্ণ, হায়, হায় আমি মাঝে আয়ান॥

বেয়াই:      হাবা-গোবা গো-বেচারী দেখতে মোদের এ বেয়ান,
                কিন্তু কথায় হার মেনে যায় গুপ্তিপাড়ার ঘ'ড়েল শেয়ান !

বেয়ান:       বেয়াই, তুমি জানোয়ার লোক, জানো অনেক কিছু,
                ল্যাজের মত উপাধিও ঝুলছে নামের পিছু।
                (আমরা) মুখখু সুখখু পাড়াগেঁয়ে নেই তো তেমন বুদ্ধি গেয়ান॥

বরের বাবা:    দুই বেয়ান না হলে বেয়াই রস জমে না ভালো !
বেয়াই:          আমার গিন্নি ? আরে রামোঃ ! কদা- কুচ্ছিৎ কালো !
বেয়ান:          খাসা তোমার মুখমিষ্টি, কথা তো নয় সুধা-বৃষ্টি !
বরের বাবা:    কারণ, তুমি বর্তমানে বেই মশায়ের ধেয়ান॥