বিষয়: নজরুল সঙ্গীত
শিরোনাম: মোরা ছিলাম একা আজি মিলিনু দুজন
	
		
			
		           
		নাটিকা: ‘প্রীতি-উপহার’
উভয়:  মোরা ছিলাম একা আজি মিলিনু দুজন।
         
								পাপিয়ার পিয়া বোল্ কপোত-কূজন॥
বর:     তুমি সবুজের স্রোত এলে ঊষর দেশে
বধূ:     তুমি বিধাতার-বর এলে বরের বেশে,
বর:     তুমি গৃহে কল্যাণ
বধূ:     তুমি প্রভু মম ধ্যান,
উভয়:  সুন্দরতর হ’ল সুন্দর ত্রিভুজন॥
			
		
	
	- রচনাকাল ও স্থান: গানটির  রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় 
	না। ১৯৩৫ খ্রিষ্টাব্দের জানুয়ারি (পৌষ-মাঘ ১৩৪১) মাসে এইচএমভি রেক্র্ড কোম্পানি থেকে 'বিয়ে-বাড়ি' ('প্রীতি-উপহার')। নামক রেকর্ড-নাটিকা প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৫ বৎসর ৭ মাস।
		
		
 
- গ্রন্থ:
বিয়ে-বাড়ি 
(প্রীতি-উপহার সেট রেক্র্ডের কথা গাথা। ৫)। নজরুল রচনাবলী জন্মশতবার্ষিকী সপ্তম 
খণ্ড [১১ জ্যৈষ্ঠ ১৪১৫, ২৫ মে ২০০৮। পৃষ্ঠা: ৩৪০] 
 
- 
	রেক্র্ড:
	
		- ১৯৩৫
	খ্রিষ্টাব্দের ২১  সেপ্টেম্বর (মঙ্গলবার, ৫ আশ্বিন ১৩৪৪) নজরলের 
		সাথে রেকর্ড কোম্পানির চুক্তি হয়। এই চুক্তিতে এই গানটির উল্লেখ ছিল।
- 
বিয়ে-বাড়ি
		(প্রীতি-উপহার)। রেকর্ড নাটিকা।
		
	এইচএমভি [জানুয়ারি ১৯৩৫ (পৌষ-মাঘ ১৩৪১)। এন ২৩২৮। চরিত্র: বর ও কনে। শিল্পী: 
	নজরুল ইসলামের ও বীণাপাণি]।  
		
 
- স্বরলিপি ও স্বরলিপিকার:
	
	আহসান মুর্শেদ 
	[নজরুল সঙ্গীত স্বরলিপি,
	একচল্লিশতম খণ্ড, অগ্রহায়ণ ১৪২৪] গান সংখ্যা ২০। 
পৃষ্ঠা: ৯০  [নমুনা]
 
- পর্যায়:
	- বিষয়াঙ্গ: প্রেম [দ্বৈত সঙ্গীত]
- সুরাঙ্গ: 
	স্বকীয় বৈশিষ্ট্যের সুর