বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: কে জানে মা তব মায়া মহামায়ারূপিণী
কে জানে মা তব মায়া মহামায়ারূপিণী
বিরাজ সর্বত্র তুমি বিশ্বব্যাপিনী॥
প্রথমে মা মহাকালী দ্বিতীয়ে মা তারা
তৃতীয়ে ষোড়শীরূপ পুরিল ত্রিপুরা
চতুর্থে ভুবনেশ্বরী পঞ্চমে ভৈরবী নারী
তেমন বিচিত্রিময়ী হর-মন-বিমোহিনী॥
ষষ্ঠে ছিন্নমস্তা রূপ ধারণ-করিলে
নিজ মুণ্ড খণ্ড করি করেতে ধরিলে
তিন ধারে রক্ত পড়ে একধারা নিজে পান করে
দু-ধারা দুই ধারে পড়ে দুই ধার দুই যোগিনী॥
সপ্তমে মা ধূমাবতী অষ্টমে বগলা
নবমে মাতঙ্গীরূপ দশমে কমলা
আসা যাওয়া বারেবার প্রাণে তো সহে না আর
নিজ গুণে দয়া কর অজ্ঞান জ্ঞান দায়িনী॥

মানবজীবনের পূনর্জনমের ঘূর্ণিতে ভক্ত ক্লান্ত। তিনি বারবার জন্মগ্রহণের যন্ত্রণা থেকে মুক্তির জন্য দেবীর কাছে প্রার্থনা করেছেন-  যেন তিনি দয়া করে এই যন্ত্রণা থেকে মুক্তলাভের জ্ঞান দান করেন।