নজরুল ইন্সটিটিউট কর্তৃক প্রকাশিত
নজরুল সঙ্গীত স্বরলিপি
পঞ্চাশতম খণ্ড

 

প্রকাশক ও প্রকাশকাল: কবি নজরুল ইন্সটিটিউট, কার্তিক ১৪২৬। জুন নভেম্বর ২০১৯। নজরুল সঙ্গীত স্বরলিপি-পঞ্চাশতম খণ্ডের ২৫টি গানের স্বরলিপি করেছেন ইদ্‌রিস আলী। এই গানগুলোর বর্ণানুক্রমিক তালিকা নিচে দেওয়া হলো।

  1. অবিরত বাদর বরষিছে ঝরঝর [তথ্য] [নমুনা]
  2. ঐ শ্যাম মুরলী বাজায়  [তথ্য[নমুনা]
  3. ও মা বক্ষে ধরেন শিব যে চরণ (বক্ষে ধরেন) [তথ্য] [নমুনা]
  4. কে বিদেশী বন-উদাসী [তথ্য] [নমুনা]
  5. কোথায় তুই খুঁজিস ভগবান [তথ্য] [নমুনা]
  6. গানগুলি মোর আহত পাখির সম [তথ্য] [নমুনা]
  7. গিরিধারী লাল কৃষ্ণ গোপাল [তথ্য] [নমুনা]
  8. জয় দুর্গা, জননী [তথ্য] [নমুনা] 
  9. জয় দুর্গা,দুর্গতি নাশিনী [তথ্য] [নমুনা]
  10. জয় নারায়ণ অনন্ত রূপধারী [তথ্য] [নমুনা]
  11. তিমির -বিদারী অলখ-বিহারী  [তথ্য] [নমুনা]
  12. দেখে যা রে রুদ্রাণী মা সেজেছে  [তথ্য] [নমুনা]
  13. নন্দন বন হতে কি গো [তথ্য] [নমুনা]
  14. দেশপ্রিয় নাই শুনি ক্রন্দন (প্রথম খণ্ড) [তথ্য] [নমুনা]
  15. দেশপ্রিয় নাই শুনি ক্রন্দন (দ্বিতীয় খণ্ড) [তথ্য] [নমুনা]
  16. দোহাই তোদের! এবার তোরা সত্যি করে [তথ্য] [নমুনা]
  17. বনের হরিণ বনের হরিণ ওরে কপট চোর [তথ্য] [নমুনা]
  18. ভোরে স্বপনে কে তুমি দিয়ে দেখা, লুকালে সহস [তথ্য] [নমুনা]
  19. মধুর ছন্দে নাচে আনন্দে [তথ্য] [নমুনা]
  20. মার্‌হাবা সৈয়দে মক্কী-মদিনী [তথ্য[নমুনা]
  21. মৃত্যু-আহত দয়িতের [তথ্য] [নমুনা]
  22. মোর ঘুমঘোরে এলে মনোহর [তথ্য] [নমুনা]
  23. রুম্‌ ঝুম্‌ রুম্‌ ঝুম্‌ কে এলে নূপুর পায়  [তথ্য] [নমুনা]
  24. শ্যামা নামের ভেলায় চ'ড়ে [তথ্য] [নমুনা]
  25. সন্ধ্যা নেমেছে আমার বিজন ঘরে [তথ্য] [নমুনা]