বিষয়: নজরুলসঙ্গীত।
শিরোনাম:
সন্ধ্যা নেমেছে আমার বিজন ঘরে
সন্ধ্যা নেমেছে আমার বিজন ঘরে, তব গৃহে জ্বলে বাতি।
ফুরায় তোমারি উৎসব নিশি
সুখে, পোহায় না মোর রাতি॥
আমার
আশার ঝরা ফুলদল দিয়া,
তোমার বাসর শয্যা রচিছে প্রিয়া
তোমার ভবনে আলোর দীপালি জ্বলে, আঁধার আমার
সাথী
পোহায় না মোর রাতি॥
ঘুমায়ে পড়েছে আমার কাননে কুহু, নীরব হয়েছে গান;
তোমার কুঞ্জে গানের পাখিরা তুলিয়াছে কলতান।
পৃথিবীর আলো মোর চোখে নিভে আসে,
বাজিছে বাঁশরি তোমার মিলন রাসে।
ওপারের বাঁশি আমায় ডাকিবে কবে, আছি তাই কান পাতি।
পোহায় না মোর রাতি॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪৩ খ্রিষ্টাব্দের জানুয়ারি (পৌষ-মাঘ ১৩৪৯) মাসে
এইচএমভি
গানটির একটি রেকর্ড প্রকাশ করেছিল।
এই মাসে নজরুল ড. গিরীন্দ্রশেখর বসুর লুনাটিক এ্যাসাইলামে
চিকিৎসাধীন ছিলেন।
- রেকর্ড:
এইচএমভি। জানুয়ারি
১৯৪৩ (পৌষ-মাঘ ১৩৪৯)। এন ২৭৩৪৯। শিল্পী: নিখিলচন্দ্র সেন। সুরকার:
সুবল দাশগুপ্ত।
- গ্রন্থ:
- নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ৩০৮৮ পৃষ্ঠা:
৯৪৭]
সূত্র: দুর্গাদাস চক্রবর্তীর খাতা।
- স্বরলিপি ও স্বরলিপিকার:
ইদ্রিস আলী।
[নজরুল
সঙ্গীত স্বরলিপি, পঞ্চাশতম খণ্ড, কবি নজরুল ইন্সটিটিউট, কার্তিক ১৪২৬। জুন নভেম্বর ২০১৯।
নিখিল চন্দ্র সেনের-এর গাওয়া গানের সুরানুসারে স্বরলিপি করা হয়েছে।
[নমুনা]
- পর্যায়: প্রেম
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্যের গান।
- তাল:
দাদরা
- গ্রহস্বর: সা