বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম:
'দেশপ্রিয় নাই' শুনি ক্রন্দন সহসা
প্রভাতে জাগি'।
রাগ: জয়জয়ন্তী তাল: দাদরা
'দেশপ্রিয় নাই' শুনি ক্রন্দন সহসা
প্রভাতে জাগি'।
আকাশে ললাঁ হানিয়া কাঁদিছে ভারত চির-অভাগী॥
বহুদিন পরে আপনার ঘরে মা’র কোলে মাখা রাখি',
ঘুমাতে এসেছে শ্রান্ত সেনানী, জাগায়ো না তারে ডাকি'।
দেমের লাগিয়া দিয়াছে সকলি, দেয়নি নিজেরে ফাঁকি –
তাহারি শুভ্র শান্ত হাসিটি অধরে রয়েছে লাগি'॥
স্বার্থ অর্থ বিলাস বিভব গৌরব সম্মান
মায়ের চরণে দিয়াছে সে-বীর অকাতরে বলিদান,
রাজ-ভিখারির ছিল সম্বল শুধু দেহ আর প্রাণ
তাই দিয়ে দিল শেষ অঞ্জলি দানবরি বৈরাগী॥
দ্বিতীয়
পর্ব
দেশবন্ধুর পার্শ্বে জ্বলিছে দেশপ্রিয়ের চিতা
এতদিন পরে বক্ষে এসেছে দুঃখের সাথী মিতা,
বহিছে অশ্রুগঙ্গা, জ্বলিছে শোকের দীপান্বিতা-
নিভে যাবে চিতা, রয়ে যাবে ঘুম, চিরদিন বুকে জাগি'॥
তুমি এসেছিলে হিন্দু-মুসলমানের মিলন-হেতু
পদ্মা ও ভাগীরথীর মাঝারে তুমি বেঁধেছিলে সেতু,
অন্ধকারের বুকে ছিলে তুমি দীপ্ত চন্দ্র-কেতু '
বন্ধন হল নন্দন-ফুল-হার তোমার ছোঁয়া লাগি'॥
- রচনাকাল ও স্থান:
গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৩ খ্রিষ্টাব্দের ২৩ জুলাই (রবিবার ৭ শ্রাবণ ১৩৪০), কংগ্রেস নেতা এবং জাতীয়তাবাদী আইনজীবী দেশপ্রিয় যতীন্দ্রনাথ সেনগুপ্ত কারান্তরে মৃত্যুবরণ করেন। তাঁর স্মরণে তিনি 'দেশপ্রিয় যতীন্দ্রমোহনের তিরোধানে' শীর্ষক কবিতাটি রচনা করেন। পরে
তিনি এই কবিতাটিকে গানে পরিণত করেছিলেন। এই সময় নজরুলের বয়স ৩৪ বৎসর ছিল ২ মাস।
১৯৩৩ খ্রিষ্টাব্দের আগষ্ট (শ্রাবণ-ভাদ্র ১৩৪০) মাসে টুইন রেকর্ড কোম্পানি থেকে গানটি প্রথম
প্রকাশিত হয়েছিল।
- গ্রন্থ:
- নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা
২৩২৬। রাগ: জয়জয়ন্তী। তাল: দাদরা। পৃষ্ঠা:
৭০৩-৭০৪]
- রেকর্ড:
- টুইন [আগষ্ট ১৯৩৩ (শ্রাবণ-ভাদ্র ১৩৪০)। এফটি ২৮৪৩। শিরোনাম: 'দেশপ্রিয়-চিত্তরঞ্জন'।
প্রথম খণ্ড। শিল্পী:
মাস্টার কমল (কমল দাসগুপ্ত)। রাগ: জয়জয়ন্তী]
- পত্রিকা:
- মোহম্মদী [ভাদ্র ১৩৪০ (আগষ্ট-সেপ্টেম্বর ১৯৩৩)]
- স্বরলিপি ও স্বরলিপিকার:
- পর্যায়:
- বিষয়াঙ্গ: স্মরণসঙ্গীত
- সুরাঙ্গ: রাগাশ্রয়ী
- রাগ:
জয়জয়ন্তী
- তাল: বৈতালিক
- গ্রহস্বর: সরা