বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: 'দেশপ্রিয় নাই' শুনি ক্রন্দন সহসা প্রভাতে জাগি'।
 
            রাগ: জয়জয়ন্তী তাল: দাদরা
'দেশপ্রিয় নাই' শুনি ক্রন্দন সহসা প্রভাতে জাগি'।
আকাশে ললাঁ হানিয়া কাঁদিছে ভারত চির-অভাগী॥
বহুদিন পরে আপনার ঘরে মা’র কোলে মাখা রাখি',
ঘুমাতে এসেছে শ্রান্ত সেনানী, জাগায়ো না তারে ডাকি'।
দেমের লাগিয়া দিয়াছে সকলি, দেয়নি নিজেরে ফাঁকি –
তাহারি শুভ্র শান্ত হাসিটি অধরে রয়েছে লাগি'॥
স্বার্থ অর্থ বিলাস বিভব গৌরব সম্মান
মায়ের চরণে দিয়াছে সে-বীর অকাতরে বলিদান,
রাজ-ভিখারির ছিল সম্বল শুধু দেহ আর প্রাণ
তাই দিয়ে দিল শেষ অঞ্জলি দানবরি বৈরাগী॥

       দ্বিতীয় পর্ব
দেশবন্ধুর পার্শ্বে জ্বলিছে দেশপ্রিয়ের চিতা
এতদিন পরে বক্ষে এসেছে দুঃখের সাথী মিতা,
বহিছে অশ্রুগঙ্গা, জ্বলিছে শোকের দীপান্বিতা-
নিভে যাবে চিতা, রয়ে যাবে ঘুম, চিরদিন বুকে জাগি'॥
তুমি এসেছিলে হিন্দু-মুসলমানের মিলন-হেতু
পদ্মা ও ভাগীরথীর মাঝারে তুমি বেঁধেছিলে সেতু,
অন্ধকারের বুকে ছিলে তুমি দীপ্ত চন্দ্র-কেতু '
বন্ধন হল নন্দন-ফুল-হার তোমার ছোঁয়া লাগি'॥