বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: জয় দুর্গা, জননী, দাও শক্তি
[ওম্ সবর্মঙ্গল্যে শিবে সবার্থর্সাধিকে।
শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমোস্ত্ততে॥]
জয় দুর্গা, জননী, দাও শক্তি
শুদ্ধ জ্ঞান দাও, দাও প্রেম-ভক্তি,
অসুর-সংহারি কবচ-অস্ত্র দাও মা, বাঁধি বাহুতে॥
অর্থ-বিভব দাও, যশ দাও মাগো, প্রতি ঘরে দাও শান্তি,
পরম-অমৃত দাও, দূর কর' মৃত্যু-সম বাঁচিয়া থাকার এই ক্লান্তি।
শ্রান্তিবিহীন উৎসাহ দাও কর্মে
নবীন দীক্ষা দাও শক্তির ধর্মে
মোদের রক্ষা কর' বরাভয় বর্মে, চিন্ময় জ্যোতি দাও প্রতি অণুতে॥
- ভাবসন্ধান: বেতারের সম্প্রচারিত আগমনী সঙ্গীতানুষ্ঠানের অন্তর্ভুক্ত
গানটি মূলত প্রার্থনা সঙ্গীত। গানটি শুরু হয়েছে শিব ও দুর্গাকে স্মরণ-শ্লোকের
মাধ্য। এই শ্লোক শেষে তালবদ্ধ গান শুরু হয়েছে দুর্গার জয়ধ্বনি দিয়ে। এরপর দেবীর
কাছে প্রার্থনা করা হয়েছে- শক্তি, জ্ঞান প্রেম-ভক্তি, অসুর-সংহারি কবচ-অস্ত্র
পাওয়ার। প্রার্থনা করা হয়েছে অর্থ-বিভব, যশ, ঘরে ঘরে প্রতিষ্ঠিত শান্তি। দেবীর
কাছে প্রার্থনা পরম-অমৃত সুধা এবং পরম দুঃখে মৃত্যর মতো বেঁচে থাকার ক্লান্তিকর
জীবনের অবসান।
প্রার্থনা করা হয়েছে শ্রান্তিবিহীন কর্মের উৎসাহ, শক্তির ধর্মানুসারী নতুন
দীক্ষা। সর্বশেষে প্রার্থনা করা হয়েছে রক্ষা কবচ হিসেবে বরাভয় (ভয়হীন থাকার
আশীর্বাদ) বরর্ম, চেতনার প্রতি অণুতে চেয়েছেন চিন্ময় জ্যোতি (মনো জগতে জ্ঞানের
আলো)।
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪০ খ্রিষ্টাব্দের ৬ অক্টোবর (রবিবার
২০ আশ্বিন ১৩৪৭), কলকতা বেতারকেন্দ্র থেকে 'আগমনী' সঙ্গীতানুষ্ঠানে প্রচারিত হয়েছিল।
এই সঙ্গীতানুষ্ঠান এই গানটি ব্যবহৃত হয়েছিল। এই সময়
নজরুলের বয়স ছিল ৪১ বৎসর ৫ মাস।
- গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইন্সটিটিউট, মাঘ ১৪১৭,
ফেব্রুয়ারি ২০১১)। ১২০৫ সংখ্যক গান।
- বেতার: আগমনী
কলকাতা বেতারকেন্দ্র-ক। তৃতীয় অধিবেশন। [৬ অক্টোবর ১৯৪০ (রবিবার, ২০ আশ্বিন ১৩৪৭)।
সন্ধ্যা: ৭.২০-৮.১৯।
- [সূত্র:
- বেতার জগৎ। ১১শ বর্ষ ১৯শ সংখ্যা।
১ অক্টোবর, ১৯৪০। পৃষ্ঠা: ১০৪৪
- The Indian-listener. Vol.V. No. 19. p.1485]
রেকর্ড: কলম্বিয়া। অক্টোবর ১৯৪৩ (১৪ আশ্বিন-১৪ কার্তিক ১৩৫০)। জিই
২৬১৪। শিল্পী: সত্য চৌধুরী এন্ড পার্টি। সুর: চিত্ত রায়।
স্বরলিপি ও স্বরলিপিকার:
- ইদ্রিস আলী। [নজরুল-সঙ্গীত স্বরলিপি,
পঞ্চাশতমখণ্ড, (কবি নজরুল ইন্সটিটিউট, কার্তিক ১৪২৬/নভেম্বর ২০১৯)।
৪ সংখ্যাক গান সংখ্যা। রেকর্ডে সত্য চৌধুরী এন্ড পার্টি-এর
গাওয়া সুরানুসারে স্বরলিপি করা হয়েছে।
[নমুনা]
পর্যায়:
- বিষয়াঙ্গ: ধর্মসঙ্গীত। সনাতন হিন্দুধর্ম, শাক্ত। দুর্গা।
প্রার্থনা
- সুরাঙ্গ: রাগাশ্রয়ী
- রাগ:
দুর্গা
- তাল:
কাহারবা
- গ্রহস্বর: সা