আগমনী
কলকাতা বেতার কেন্দ্র থেকে দুর্গাপূজা উপলক্ষে প্রচারিত নজরুলের গীতি-আলেখ্য। এর বিষয়বস্তু ছিল দুর্গার আগমনী গান। বেতার জগৎ পত্রিকার ১১শ বর্ষ ১৯শ সংখ্যায় [পৃষ্ঠা: ১০১৫] প্রকাশিত 'আমাদের কথা' বিভাগে এই অনুষ্ঠান উপলক্ষে লেখা হয়েছিল-
'আগমনী'
    ৬ই অক্টোবর রবিবার সন্ধ্যা ৭-২০ মিনিট "আগমনী" সঙ্গীতানুষ্ঠানের অধিবেশন। এই "আগমনী" রচনা করেছেন সাধক-কবি কাজী নজরুল ইসলাম। সঙ্গীত ও সুর রচনায় কবি নজরুল যে অনন্যসাধারণ প্রতিষ্ঠা অর্জ্জন করেছেন, নূতন ক'রে তার পরিচয় দেওয়া নিষ্প্রয়োজন। তিনি সত্যদ্রষ্টা কবি। ইসলাম-ধর্ম্ম-সঙ্গীতে যেমন তিনি বহু সম্পদ দান করেছেন, হিন্দুধর্ম্‌ম-সঙ্গীতও তেমনি সমৃদ্ধি লাভ করেছে তাঁর নবনবউন্মেষশালিনী প্রতিভা থেকে। আমরা এই "আগমনী" অনুষ্ঠানটি শোনাবার জন্য আমাদের শ্রোতৃবৃন্দকে বিশেষ অনুরোধ করছি।'

বেতার জগৎ ও The Indian-listener পত্রিকায় অনুষ্ঠানসূচীতে এই অনুষ্ঠান সম্পর্কে যে বিবরণ প্রকাশিত হয়েছিল, তার অনুসরণে প্রাসঙ্গিক তথ্য তুলে ধরা হলো

প্রচারকেন্দ্র:
কলকাতা বেতার কেন্দ্র ক। তৃতীয় অধিবেশন
প্রচার সময়: ৬ অক্টোবর ১৯৪০ (রবিবার ২০ আশ্বিন ১৩৪৭)। সান্ধ্য অনুষ্ঠান। সন্ধ্যা ৭.২০-৮.১৯টা।
রচনা ও সুর: কাজী নজরুল ইসলাম
সঙ্গীতশিল্পী: চিত্তরঞ্জন রায়, শৈল দেবী এবং ইলা মিত্র
ধারা বর্ণনা: প্রশান্ত মিত্র
সহযোগিতায়: যন্ত্রী সংঘ

[সূত্র:
  • বেতার জগৎ। ১১শ বর্ষ ১৯শ সংখ্যা। ১ অক্টোবর, ১৯৪০। পৃষ্ঠা: ১০৪৪
  • The Indian-listener. Vol.V. No. 19. p.1485]
সম্প্রচারিত গানগুলো হলো-