বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: কী দশা হয়েছে মোদের দেখ্ মা উমা আনন্দিনী
কী দশা হয়েছে মোদের দেখ্ মা উমা আনন্দিনী।
তোর বাপ হয়েছে পাষাণ গিরি, মা হয়েছে পাগলিনী॥
(মা) এ দেশে আর ফুল ফোটে না
গঙ্গাতে আর ঢেউ ওঠে না
তোর হাসি-মুখ দেখলে যে মা পোহায় না মোর নিশীথিনী॥
আর যাবি না ছেড়ে মোদের বল্ মা আমায় কন্ঠ ধরি
সুর যেন তার না থামে আর বাজালি তুই যে বাঁশরি॥
(মা) না পেলে তুই শিবের দেখা
রইতে যদি নারিস্ একা,
আমি শিবকে বেঁধে রাখব মা গো হয়ে শিব-পূজারিণী॥
- ভাবসন্ধান: আগমনী এই সঙ্গীতানুষ্ঠানে অন্তর্ভুক্ত এই আগমনী
গানের ভিতরে রয়েছে বিসর্জনের অনুরণন। মাতৃরূপিণী আনন্দিনী উমার কাছে মাতৃস্নেহ
বঞ্চিত জনপদবাসীর দুর্দশা অবলোকনের সকাতর অনুরোধের মধ্যে দিয়ে গানটির সূত্রেপাত
হয়েছে। এর সাথে যুক্ত হয়েছে নিষ্ঠুর পিতার (পাষাণ গিরি হিমালয়) উপমায় এবং
মেনকার সন্তানস্নেহের প্রাবল্য প্রকাশক পাগলিনী বক্রোক্তি। স্থায়ীর এই মোড়ক ছেড়ে
বেড়িয়ে এসে- মাতৃহীন অনাথ সন্তানের অভিব্যক্তিতে জনপদবাসীর বেদনাকে
উপস্থাপন করা হয়েছে এই গানে। ভক্ত অনুভব করে- দেবীর অনুপস্থিতিতে এ দেশে আর
আনন্দের ফুল ফোটে না, গঙ্গায় আর আনন্দের ঢেউ ওঠে না। তাই দেবীর আগমনে, তাঁর
সহাস্য মুখদর্শনের আনন্দে মাতৃভক্ত সন্তানের মনে বহে আনন্দধারা। রাতভর আনন্দের
আতিশয্যে কেটে যায় তার নির্ঘুম রাত্রি।
দেবী আগমনের আনন্দের সাথে ভক্তের মনে জাগে বিসর্জনের ব্যথা। দেবী চলে গেলে আবার
জনপদে নেমে আসবে দুর্দশার অমানিশা। তাই সকাতরে মাতৃভক্ত কবি দেবীকে
প্রতীজ্ঞাবদ্ধ হতে অনুরোধ করেন- যেন তিনি (দেবী) তাঁদেরকে ছেড়ে না যান। তাঁর
আগমনের মধ্য দিয়ে মনের বাঁশীতে সুরলহরী উঠেছিল, তা যেন তাঁর বির্জনের মধ্য দিয়ে
বিসর্জিত না হয়। ভক্ত ভাবে, স্বামীভক্ত দেবী শিব ছাড়া একা থাকতে পারবেন না। তাই
ভক্ত শিব-পূজারিণী হয়ে শিবকে বেঁধে রাখবেন বলে দেবীকে আশ্বাস দেন।
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪০ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর
(ভাদ্র-আশ্বিন ১৩৪৭)
মাসে এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে এই গানটির প্রথম রেকর্ডে প্রকাশিত হয়েছিল। সময় নজরুল ইসলামের বয়স ছিল ৪১ বৎসর ৩ মাস।
- গ্রন্থ:
নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইন্সটিটিউট, মাঘ ১৪১৭, ফেব্রুয়ারি ২০১১)।
৯১২ সংখ্যক গান। পৃষ্ঠা: ২৮১।
- রেকর্ড:
এইচএমভি
[সেপ্টেম্বর ১৯৪০ খ্রিষ্টাব্দ (ভাদ্র-আশ্বিন ১৩৪৭)]।
এন ২৭০০৯। শিল্পী:
জ্ঞানেন্দ্রপ্রসাদ গোস্বামী।
- বেতার:
আগমনী
কলকাতা বেতারকেন্দ্র-ক। তৃতীয় অধিবেশন। [৬ অক্টোবর ১৯৪০ (রবিবার, ২০ আশ্বিন ১৩৪৭)।
সন্ধ্যা: ৭.২০-৮.১৯।
- [সূত্র:]
-
বেতার জগৎ। ১১শ বর্ষ ১৯শ সংখ্যা।
১ অক্টোবর, ১৯৪০। পৃষ্ঠা: ১০৪৪
- The Indian-listener. Vol.V. No. 19. p.1485]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ধর্মসঙ্গীত। সনাতন
হিন্দুধর্ম, শাক্ত। দুর্গাপূজা
আগমনী।
- সুরাঙ্গ:
টপ্পা
- তাল:
যৎ