বেতার জগৎ
বেতারে প্রচারিত
অনুষ্ঠানসমূহের সূচী প্রকাশের উদ্দেশ্যে প্রকাশিত পাক্ষিক পত্রিকা।
১৯২৩ খ্রিষ্টাব্দের ২৩ জুলাই, ব্রিটিশ ভারতে বোম্বাই প্রেসিডেন্সি রেডিও
ক্লাব এবং অন্যান্য রেডিও ক্লাবের সমন্বয়ে প্রথম ভারতে বেতার সম্প্রচার শুরু হয়।
১৯২৭ খ্রিষ্টাব্দের ২৩শে জুলাই (শুক্রবার, ৭ শ্রাবণ ১৩৩৩), ব্যক্তিগত পর্যায়ে বেতার
সম্প্রচারের চুক্তি হয়। এই চুক্তি বলে Indian Broadcasting
Company LTD (IBC) দুটি সম্প্রচার
কেন্দ্র থেকে সম্প্রচারের অধিকার লাভ করে। এই চুক্তির পর, বোম্বাই বেতার কেন্দ্র
থেকে সম্প্রচার শুরু হয় ১৯২৭ খ্রিষ্টাব্দের ২৩শে জুলাই (শুক্রবার, ৭ শ্রাবণ ১৩৩৩।
১৯২৭ খ্রিষ্টাব্দের ২৬শে আগষ্ট (বৃহস্পতিবার, ৯ ভাদ্র ১৩৩৩), কলকাতা বেতারকেন্দ্র
চালু হয়। এই বেতারকেন্দ্রটি স্থাপিত হয়েছিল ১ নম্বর গারস্টিন প্লেসে।
'দ্য ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি' বেতারে প্রচারিত অনুষ্ঠানসমূহের সূচী
অগ্রিম প্রচারের উদ্দেশ্যে একটি পত্রিকা প্রকাশের সিদ্ধান্ত গ্রহণ করেছিল। সেই
সূত্রে- কলকাতার ১ নম্বর গারস্টিন প্লেস থেকে 'বেতার-জগৎ' নামক পত্রিকার প্রকাশনা
শুরু হয়েছিল ১৯২৯ খ্রিষ্টাব্দের ২৭ সেপ্টেম্বর। পত্রিকাটি প্রথমে আট পাতার
ছিল। পরে এর কলেবর বৃদ্ধি পেয়েছিল নানা কারণে। প্রথম দিকে শুধু অনুষ্ঠানের সূচী
থাকলেও, পরে এর সাথে যুক্ত হতে থাকে বেতারে প্রচারিত কথিকা, সমীক্ষা, গান, গানের স্বরলিপি, ছড়া, গল্প, কবিতা, প্রবন্ধ
ইত্যাদি।
পত্রিকাটির নামকরণ করেছিলেন বীরেন রায়। প্রথম সম্পাদক ছিলেন
প্রেমাঙ্কুর আতর্থী । ১৯৩০ খ্রিষ্টাব্দে
প্রেমাঙ্কুর আতর্থী বেতার জগতের সম্পাদক পদ ত্যাগ করে
বীরেন্দ্র সরকার -এর পরিচালিত
নিউ থিয়েটার্স
নামক চলচ্চিত্র নির্মাণ প্রতিষ্ঠানে যোগদান করেন। এরপর এই
পত্রিকার সম্পাদনার দায়িত্ব পান-
নলিনীকান্ত সরকার।