বীরেন্দ্রনাথ সরকার
১৯০১-১৯৮০
চলচ্চিত্র প্রযোজক এবং নিউ থিয়েটার্স স্টুডিও-এর প্রতিষ্ঠাতা।

১৯০১ খ্রিষ্টাব্দের ৫ জুলাই (শুক্রবার ২১ আষাঢ় ১৩০৮) ভারতের বিহারের ভাগলপুরে জন্মগ্রহণ করেন। পরে তিনি কলকাতায় আসেন এবং কলকাতা হিন্দু কলেজ থেকে আইএসি পাস করেন। এরপর তিনি উচ্চতর শিক্ষার জন্য লণ্ডন যান এবং সেখানকার লণ্ডন বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং পড়েন।

১৯২৯-৩০ খ্রিষ্টাব্দের দিকে ভারতে ফিরে এসে তিনি তাঁর অধীত শিক্ষা কাজে না লাগিয়ে চলচ্চিত্র নির্মাণের দিকে ঝুঁকে পড়েন। ১৯৩০ খ্রিষ্টাব্দ পর্যন্ত তিনি কলকাতায় বায়োস্কোপ দেখানোর সাথে যুক্ত ছিলেন। ১৯৩১ খ্রিষ্টাব্দের শুরুর দিকে তৎকালীন নির্বাক চলচ্চিত্রের সাথে যুক্ত প্রমথেশ বড়ুয়া, প্রেমাঙ্কুর অতর্থী, দেবকী বসু প্রমুখের সাথে পরিচয় হয়। এই সূত্রে তিনি চলচ্চিত্র নির্মাণের জন্য একটি প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নেন। এই উদ্যোগের সূত্রে ১৯৩১ খ্রিষ্টাব্দের ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার ২৭ মাঘ ১৩৩৭) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন 'নিউ থিয়েটার্স' নামক চলচ্চিত্র তৈরির প্রতিষ্ঠান। ১৯৩১ খ্রিষ্টাব্দের ৩০শে ডিসেম্বর এই প্রতিষ্ঠান থেকে মুক্তি পেয়েছিল।

১৯৭০ খ্রিষ্টাব্দে তিনি দাদা সাহেব ফাল্‌কে পুরস্কার পান। ১৯৭২ খ্রিষ্টাব্দে পেয়েছিলেন পদ্মভূষণ রাষ্ট্রীয় পুরস্কার।
১৯৮০ খ্রিষ্টাব্দের ২৮ নভেম্বর তিনি মৃত্যুবরণ করেন।

 

নিউ থিয়েটার্সের ব্যানারে বীরেন্দ্র সরকারের প্রযোজনায় প্রকাশিত চলচ্চিত্রের তালিকা

 

Cinema of India