প্রমথেশ বড়ুয়া
১৯০৩-১৯৫১
বাংলা চলচ্চিত্র অভিনেতা, পরিচালক চিত্রনাট্য লেখক।

১৯০৩ খ্রিষ্টাব্দের ২৪ অক্টোবর অসমের গোয়ালপাড়া জেলার গৌরীপুরে জন্মগ্রহণ করেন। পিতার নাম প্রভাত চন্দ্র বড়ুয়া ও মাতার নাম সরোজবালা বড়ুয়া। প্রমথেশ বড়ুয়া স্থানীয় গৌরীপুর বিদ্যালয়ে শিক্ষা শেষ করার পর কলকাতার হেয়ার বিদ্যালয়ে ভর্তি হন এবং ১৯২০ খ্রিষ্টাব্দে এই স্কুল থেকে প্রবেশিকা পাশ।
১৯২১ খ্রিষ্টাব্দে তিনি কলকাতার বীরেন্দ্রনাথ মিত্রের কন্যা মাধুরীলতাকে বিবাহ করেন।
১৯২৪ খ্রিষ্টাব্দে প্রেসিডেন্সি কলেজ থেকে পদার্থ বিজ্ঞানে স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ।
১৯২৬ খ্রিষ্টাব্দে মাতৃবিয়োগের পর তিনি আসমে ফিরে আসেন এবং পিতার সহিত জমিদারী কাজে মনোনিবেশ করেন।
১৯২৮ খ্রিষ্টাব্দে মনোনীত সদস্য হিসেবে আসাম আইনসভায় যোগদান।
১৯২৯ খ্রিষ্টাব্দে ধীরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় 'ডিজি ব্রিটিশ ডোমিনিয়ন ফিল্মস' নামক একটি নতুন চলচ্চিত্র নির্মাণের কোম্পানি প্রতিষ্ঠা করেন। এই সময় তাঁর সহযোগী ছিলেন প্রমথেশ বড়ুয়া।
১৯৩০ খ্রিষ্টাব্দে আসাম আইনসভার সদস্য নির্বাচিত। এরপর প্রমথেশ বড়ুয়া চলচ্চিত্র নির্মাণে আধুনিক প্রযুক্তি প্রত্যক্ষ করার জন্য লন্ডনে যান এবং সেখান থেকে চলচিত্র নির্মাণের জন্য প্রশিক্ষণ গ্রহণ করেন। এরপর প্যারিসে কিছুদিন লাইট বয় হিসেবে কাজ করেন। প্যারিস থেকে চলচ্চিত্র নির্মাণের সামগ্রী ক্রয় করে তিনি ভারতে ফিরে আসেন।

১৯৩১ খ্রিষ্টাব্দে বড়ুয়া পিক্চার্স নামক ষ্টুডিও স্থাপন করেছিলেন। এই সূত্রে প্রতিষ্ঠা করেছিলেন 'বড়ুয়া ফিল্ম ইউনিট নামক' চলচ্চিত্র প্রকাশনা হাউস। ১৯৩১ খ্রিষ্টাব্দের ২৮ নভেম্বর এই কোম্পানির প্রযোজনায় তৈরি হয়েছিল '
অপরাধী নামক ছায়াছবি।

১৯৩১ খ্রিষ্টাব্দের দিকে চলচ্চিত্রের শব্দ সংযোজনের কৌশল যুক্ত হওয়া শুরু হলে, 'ডিজি ব্রিটিশ ডোমিনিয়ন ফিল্মস' কোম্পানির বিলুপ্ত হয়। এবং
ধীরেন্দ্রনাথ বড়ুয়া পিক্চার্স কোম্পানিতে যোগদান করেন।

১৯৩১ খ্রিষ্টাব্দের ১০ই ফেব্রুয়ারি বীরেন্দ্রনাথ সরকার 'নিউ থিয়েটার্স' নামে একটি চলচ্চিত্র নির্মাণের উপযোগী স্টুডিও প্রতিষ্ঠা করেন। পরে এই প্রতিষ্ঠানে
ধীরেন্দ্রনাথ, প্রমথেশ বড়ুয়া এবং দেবকী বসু যোগদান করেন।

১৯৫১ খ্রিষ্টাব্দের ৩১শে নভেম্বর প্রমথেশ বড়ুয়া মৃত্যুবরণ করেন। কলকাতার ক্যাওড়াতলা মহাশ্মশানে প্রথমেশ বরুয়ার অন্তিম কার্য সমাপ্ত করা হয়।  

দাম্পত্য জীবন:
সন্তান: ৬টি সন্তানের পিতা ছিলেন।


প্রমথেশ বড়ুয়ার অভিনীত ও পরিচালিত ছায়াছবি: