গৃহদাহ
ভারতে নির্মিত  
সবাক বাংলা কাহিনি-চলচ্চিত্র।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গৃহদাহ উপন্যাস অবলম্বনে এই ছায়াছবিটি পরিচালনা করেছিলেন
প্রমথেশ বড়ুয়া
। 
প্রযোজনা করেছিল- নিউ থিয়েটার্স লিমিটেড। এই চলচ্চিচিত্রের 
সমুদয় গান রচনা করেছিলেন 
অজয় ভট্টাচার্য।
            
দ্রষ্টব্য [প্রচার পুস্তিকা]
 
ফিল্ম: ৩৫ মিমি
রঙ: সাদা-কালো 
দৈর্ঘ্য: ১৪৪ মিনিট
চরিত্র:  
প্রমথেশ বড়ুয়া, 
পৃথ্বীরাজ কাপুর, কৃষ্ণ চন্দ্র দে, 
বোকেন ছত্ত, যমুনা, মলিনা দেবী, অহী সন্ন্যাল, বিশ্বনাথ ভাদুরী, মিস হরিমতী
সূত্র: