বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: তোর নামেরই কবচ দোলে
তোর মেয়ে যদি থাকতো উমা, বুঝতিস তোর মায়ের ব্যথা।
যেমন বাবা তেমনি মেয়ে, এতটুকু নাই মমতা॥
ওমা কেউ আছে কি ত্রি-সংসারে
এই চাঁদমুখ ভুলতে পারে
মোর ঘর-বিবাগী জামাই গাহেন পঞ্চমুখে তোরই কথা॥
ওমা দিন গুনে আর পথ চেয়ে মোর যে অনলে পরান জ্বলে-
তুই যদি তা জানতিস উমা, তোর পাষাণ হিয়াও যেত গ'লে।
তোর আগমনীর বাঁশি বাজে,
নিশিদিন মোর বুকের মাঝে
আমি কেঁদে কেঁদে শুধাই সবে – আসবি কবে- সেই বারতা॥॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু
জানা যায় নি। ১৯৩৮ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর (ভাদ্র-আশ্বিন
১৩৪৫) মাসে, এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে গানটি প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৯ বৎসর ৩ মাস।
- গ্রন্থ:
- নজরুল-সঙ্গীত সংগ্রহ, (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি
২০১২)। ১৯৫৪ সংখ্যক গান।
- এইচএমভি রেকর্ড বুলেটিন। পৃষ্ঠা ১৮। শিরোনাম: কে মল্লিকের আগমনী গান। কথা:
নজরুল ইসলাম। সুর কমল দাশগুপ্ত। [নমুনা]
- রেকর্ড: এইচএমভি [সেপ্টেম্বর ১৯৩৮ (ভাদ্র-আশ্বিন ১৩৪৫)। এন ১৭১৯২। শিল্পী:
কে মল্লিক। সুর: কমল দাশগুপ্ত]
- বেতার: আগমনী
কলকাতা বেতারকেন্দ্র-ক। তৃতীয় অধিবেশন। [৬ অক্টোবর ১৯৪০ (রবিবার, ২০ আশ্বিন ১৩৪৭)।
সন্ধ্যা: ৭.২০-৮.১৯।
[সূত্র:
- বেতার জগৎ। ১১শ বর্ষ ১৯শ সংখ্যা।
১ অক্টোবর, ১৯৪০। পৃষ্ঠা: ১০৪৪
- The Indian-listener. Vol.V. No. 19. p.1485]