বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম :
ঐ শ্যাম মুরলী বাজায়
'শ্রীমতীর
মুরলী শিক্ষা'
রাধা : ঐ শ্যাম মুরলী বাজায়।
কৃষ্ণ : রাধা রাধা বলে ডাকো বাঁশি রাধিকায়॥
রাধা : এসেছি রাঙ্গা পায় বড় সাধ মনে বাঁশি শিখিব শ্যামরায়।
যে বাঁশির সুরে হরি কুল ভোলে ব্রজনারী
বাজাতে তেমনি বাঁশি শিখাও হে রাধিকায়॥
কৃষ্ণ : তবে অধরে ধর বাঁশি রাই।
রাধা : যে সুরে হে শ্যামরায় যমুনা উজান যায় ভোলে রাধা কুলমান লাজ,
শুনি যে মোহন বেণু তৃণ নাহি খায় ধেনু সে সুর শিখাও ব্রজরাজ,
কৃষ্ণ : বাঁশি রাধা নামে সাধা ব'লে শুধু রাধা শ্যাম-নাম কহিতে না জানে'
যতই ডাকিবে শ্যামে ততই সে রাধা নামে ফুকারিবে সুমধুর তানে॥
রাধা : তাহে নাই নাই হরি বাধা, আজ আমি শ্যাম তুমি রাধা
কৃষ্ণ : মুরলী হইল শেখা ঐ ডাকে কুহু কেকা
রাই এসো নাচি দুঁহু আনন্দে নূপুর মধুর ছন্দে॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৪ খ্রিষ্টাব্দের জুন মাসে (জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৪১), এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল
৩৫ বৎসর ১ মাস।
- গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা
১২০৮। পৃষ্ঠা: ৩৬৭]
- রেকর্ড: এইচএমভি [জুন ১৯৩৪ (জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৪১)]। এন ৭২৪২। শিল্পী:
আঙ্গুর বালা। টাইটেল শ্রীমতীর মুরলী শিক্ষা।
- স্বরলিপি ও স্বরলিপিকার:
ইদ্রিস আলী।
[নজরুল
সঙ্গীত স্বরলিপি, পঞ্চাশতম খণ্ড, কবি নজরুল ইন্সটিটিউট, কার্তিক ১৪২৬। জুন নভেম্বর ২০১৯।
আঙুর বালা ও ধীরেন দাস-এর গাওয়া গানের সুরানুসারে স্বরলিপি করা হয়েছে। [নমুনা]
- পর্যায়: ভক্তি [হিন্দু, বৈষ্ণব]
- সুরাঙ্গ: ভজনাঙ্গ
- তাল:
কাহারবা
- গ্রহস্বর: পর্স