আমি গিরিধারী সাথে মিলিতে যাইব, সুন্দর সাজে মোরে সাজায়ে দে।
লাখ যুগের পরে শুভদিন এলো, মেহেদি রঙে হাত রাঙায়ে দে॥
চন্দন টিপ, গলে মালতীর মালা, নয়নে কাজল পরায়ে দে,
অধর রাঙায়ে দে তাম্বুল রাগে, চরণে আল্তা মাখায়ে দে॥
প্রেম নীল শাড়ি প্রীতির আঙিয়া, অনুরাগ ভূষণে বধু সাজিয়া
হৃদয়-বাসরে মিলিব দোঁহে 'কুসুমের শেজ সখি বিছায়ে দে॥
- প্রেম নীল শাড়ি প্রীতির আঙিনা, অনুরাগ ভূষণে বধু সাজিয়া
নীলিমা দাস। [নজরুল সঙ্গীত স্বরলিপি, ঊনত্রিশতম খণ্ড]
সুধীন দাশ। [নজরুল সুরলিপি, দ্বিতীয় খণ্ড]
নজরুল-সংগীত সংগ্রহ। সম্পাদনা: রশিদুন্ নবী। কবি নজরুল ইনস্টিটউট। গান সংখ্যা ৫২৮।- প্রেম নীল শাড়ি প্রীতির আঙিয়া, অনুরাগ ভূষণে বধু সাজিয়া
এইচএমভি। জুলাই ১৯৪০ (আষাঢ়- শ্রাবণ ১৩৪৭)। এন ১৭৪৮৫। শিল্পী: পদ্মরাণী চট্টোপাধ্যায় [শ্রবণ নমুনা]
সূত্র:
- রেকর্ড: এইচএমভি। জুলাই ১৯৪০ (আষাঢ়- শ্রাবণ ১৩৪৭)। এন ১৭৪৮৫। শিল্পী: পদ্মরাণী চট্টোপাধ্যায় [শ্রবণ নমুনা]
- স্বরলিপি ও স্বরলিপিকার:
- নীলিমা দাস। [নজরুল সঙ্গীত স্বরলিপি, ঊনত্রিশতম খণ্ড, নজরুল ইন্সটিটিউট, ঢাকা। শ্রাবণ ১৪১৩/আগষ্ট ২০০৬] তৃতীয় গান। [নমুনা]
- সুধীন দাশ। [নজরুল সুরলিপি, দ্বিতীয় খণ্ড, ৬ সংখ্যক গান (নজরুল একাডেমী, মে ১৯৮২)। পৃষ্ঠা: ৯-১০]। [নমুনা]
- সুরকার: কমল দাশগুপ্ত
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ধর্মসঙ্গীত। সনাতন হিন্দুধর্ম। বৈষ্ণবসঙ্গীত। রাধাকৃষ্ণ-লীলা। অভিসার
- সুরাঙ্গ: ভজন
- তাল: কাহারবা
- গ্রহস্বর: মপা