বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: কল-কল্লোলে ত্রিংশ কোটি-কণ্ঠে উঠেছে গান
মার্চের সুর, তাল: দাদ্রা
কল-কল্লোলে ত্রিংশ কোটি-কণ্ঠে উঠেছে গান
জয় আর্যাবর্ত, জয় ভারত, জয় হিন্দুস্থান॥
শিরে হিমালয় প্রহরী, পদ বন্দে সাগর যাঁর,
শ্যাম বনানী কুন্তলা রাণী জন্মভূমি আমার।
ধূসর কভু ঊষর মরুতে,
কখনো কোমল লতায় তরুতে,
কখনো ঈশানে জলদ-মন্দ্রে বাজে-মেঘ বিষাণ॥
সকল জাতি সকল ধর্ম পেয়েছে হেথায় টাই
এসেছিল যারা শত্রুর রূপে, আজ সে স্বজন ভাই।
বিজয়ীর বেশে আসিল যাহারা,
আজি মা'র কোলে সন্তান তারা,
(তাই)
মা'র কোল নিয়ে করে কাড়াকাড়ি হিন্দু মুসলমান॥
জৈন পার্শী বৌদ্ধ শাক্ত খ্রিস্টান বৈষ্ণব
মা'র মমতায় ভুলিয়া বিরোধ এক হয়ে গেছে সব।
ভুলি' বিভিন্ন ভাষা আর বেশ
গাহিছে সকলে আমার স্বদেশ
শত দল মিলে' শতদল হ'য়ে করিছে অর্ঘ্য দান॥
-
রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে জানা
যায় না। মুয়াজ্জিন পত্রিকার
ভাদ্র ১৩৪০ (আগষ্ট-সেপ্টেম্বর ১৯৩৩) সংখ্যায় গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল
৩৪ বৎসর
৩ মাস।
-
রেকর্ড:
-
এইচএমভির
সাথে চুক্তিপত্র। [১৮ সেপ্টেম্বর ১৯৩৫ (বুধবার, ১ আশ্বিন ১৩৪২)]
-
এইচএমভি [এপ্রিল ১৯৩৬ (চৈত্র ১৩৪২-বৈশাখ ১৩৪৩)।] এন ৯৭০৭। শিল্পী: গোপাল সেন
- পত্রিকা: মুয়াজ্জিন [ভাদ্র ১৩৪০ (আগষ্ট-সেপ্টেম্বর ১৯৩৩)]
- স্বরলিপি ও স্বরলিপিকার: সেলিনা হোসেন
[একবিংশ খণ্ড, নজরুল ইন্সটিটিউট, ঢাকা।
ভাদ্র ১৪০৭/সেপ্টেম্বর ২০০০] সপ্তম গান। পৃষ্ঠা: ৫৩-৫৬
[নমুনা]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: স্বদেশ
- সুরাঙ্গ: স্বকীয়
- তাল:
দাদরা
- গ্রহস্বর: সজ্ঞা