বিষয়:
নজরুল সঙ্গীত।
শিরোনাম :
যাও যাও তুমি ফিরে এই মুছিনু আঁখি
রাগ: ভৈরবী, তাল: ফের্তা (দাদ্রা ও কাহার্বা)
যাও যাও তুমি ফিরে এই মুছিনু আঁখি
কে বাঁধিবে তোমারে হায় গানের পাখি॥
মোর আজ এত প্রেম আশা এত ভালোবাসা
সকলি দুরাশা আজ কি দিয়া রাখি॥
তোমার বেঁধেছিল নয়ন শুধু এ রূপের জালে
তাই দুদিন কাঁদিয়া হায় এ বাঁধন ছাড়ালে।
আমার বাঁধিয়াছে হিয়া আমি ছাড়াব কি দিয়া
আমার হিয়া তো নয়ন নহে ও সে ছাড়ে না
কাঁদিয়া,
ওগো দু’দিন কাঁদিয়া।
এই অভিমান জ্বালা মোর একেলারি কালা
ম্লান মিলনেরি মালা দাও ধূলাতে ঢাকি॥
- রচনাকাল ও স্থান:
গানটির
রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৩৩৬ বঙ্গাব্দের
অগ্রহায়ণ (ডিসেম্বর ১৯২৯) মাসে
প্রকাশিত 'চোখের চাতক' সঙ্গীত-সংকলনে অন্তর্ভুক্ত হয়েছিল।
এই সময় নজরুলের
বয়স ছিল ৩০ বৎসর ৬ মাস।
-
গ্রন্থ
-
চোখের চাতক
- প্রথম সংস্করণ [অগ্রহায়ণ ১৩৩৬ (ডিসেম্বর ১৯২৯)। গান ৯। ভৈরবী-দাদরা]
- নজরুল-রচনাবলী, দ্বিতীয় খণ্ড [বাংলা একাডেমী, ফাল্গুন ১৪১৩। ফেব্রুয়ারি ২০০৭। চোখের চাতক। গান
৯। ভৈরবী-দাদরা। পৃষ্ঠা: ১৯৮-১৯৯]
- রেকর্ড:
- এইচএমভি [জানুয়ারি ১৯৩১ (পৌষ-মাঘ ১৩৩৭)। পি ১১৬৮২। শিল্পী:
ইন্দুবালা। সুর: নজরুল ইসলাম]
- টুইন [ফেব্রুয়ারি ১৯৩৮ (মাঘ-ফাল্গুন ১৩৪৪)। এফটি ১২২৯৮। শিল্পী:
ইন্দুবালা।]
- স্বরলিপি ও স্বরলিপিকার: সেলিনা হোসেন
[একবিংশ খণ্ড,
নজরুল ইন্সটিটিউট, ঢাকা] ২৫ সংখ্যক গান। রেকর্ডে ইন্দুবালা-র গাওয়া গানের
সুরাবলম্বনে স্বরলিপি করা হয়েছে।
[নমুনা]
- সুরকার:
নজরুল ইসলাম
- পর্যায়: