বিষয়: 
নজরুলসঙ্গীত
শিরোনাম: আজি নন্দলাল মুখচন্দ নেহারি
	
		
			
আজি নন্দলাল মুখচন্দ নেহারি
অধীর আনন্দে অন্তর কাঁপে ঝরে প্রেমবারি॥
বকুল-বন হরষে ফুলদল বরষে
গাহে রাধা শ্যাম নাম হরি-চরণ হেরি শুকসারি॥
			
		
	
	
	- ভাবসন্ধান: বৃন্দাবনে নন্দলালের (নন্দের আদুরে 
	পুত্র অর্থে নন্দদুলাল হলেন শ্রীকৃষ্ণ, এর সংক্ষেপ নন্দলাল) চন্দ্রমুখ দেখে, 
	বৃন্দাবনবাসী অধীর আনন্দে শিহরিত।  তাঁর শ্রীচরণ দর্শনে বকুলবন আনন্দে 
	ফুল-বর্ষণ করছে, শুকসারি গাইছে রাধা-শ্যাম ব'লে। 
 
 দুই তুকের এই ধ্রুপদাঙ্গের গানে- কৃষ্ণ-বন্দনা হলেও বিষয়ের পূর্ণ-বিকাশ ঘটেনি। 
	ফলে এই গানের বণী হয়ে উঠেছে সুরের অবলম্বন মাত্র।
 
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
	 ১৯৪০ খ্রিষ্টাব্দের জানুয়ারি মাসে (পৌষ-মাঘ ১৩৪৬) এইচএমভি রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করে। 
	 এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৪১ বৎসর ৭ মাস।
	
 
- 
গ্রন্থ:
	
	- নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় 
	সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০১৮। গান সংখ্যা ৭৪৬।  রাগ: 
	খাম্বাবতী, তাল: ঝাঁপতাল।
 
- 
রেকর্ড:
এইচএমভি 
 [জানুয়ারি ১৯৪০ (পৌষ-মাঘ ১৩৪৬)। 
 রেকর্ড নম্বর ১৭৪০৬। শিল্পী: 
জ্ঞানেন্দ্রপ্রসাদ গোস্বামী।
- স্বরলিপি ও স্বরলিপিকার: সেলিনা হোসেন 
[একবিংশ খণ্ড, 
নজরুল ইন্সটিটিউট, ঢাকা] তৃতীয় গান।
	[নমুনা]
- পর্যায়: 
	
		- বিষয়াঙ্গ: ধর্মসঙ্গীত। সনাতন হিন্দুধর্ম। বৈষ্ণবসঙ্গীত। 
		শ্রীকৃষ্ণ। বন্দনা
- সুরাঙ্গ: 
		
		ধ্রুপদাঙ্গ 
- রাগ:
		
		খাম্বাবতী 
- তাল: 
		
		ঝাঁপতাল 
- গ্রহস্বর: ণধা