বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: বাঁকা চোখে চাহে ও কে
তাল:
দ্রুত-দাদ্রা
বাঁকা চোখে
চাহে ও কে
ওকি ভয়ে, না
লাজে, না ভালোবাসায়?
বটের ঝুরি ধ’রে
হেসে তাকায়
দীঘির জলে কভু
কল্সি ভাসায়॥
(আমার) পাখি শিকার দেখে তাহার আঁখি ছলছল
যেন দুটি
ঝিনুক ভরা কাজলা দীঘির জল
তার আঁজলা ভরা
শাপলা কাঁপে টলমল্ গো
সে বাঁকিয়ে
জোড়া ভুরু মোরে শাসায়॥
কভু এলায়ে গা
বাঁধে খোঁপা কোমরে জড়ায় আঁচল
মট্কায় আঙুল,
কভু ঘসে সে পা গো
কভু জলে ডোবে
কভু সাঁতার কাটে
নানান ছলে সে
দেরি করে জলের ঘাটে
মোরে জানায়
যেন ও সে আছে ব’সে
কাহার আসার
আশায়॥
-
রচনাকাল ও স্থান:
গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪১ খ্রিষ্টাব্দের মে (বৈশাখ-জ্যৈষ্ঠ ১৩৪৮) মাসে, এইচএমভি রেকর্ড কোম্পানি গানটির একটি রেকর্ড প্রকাশ করেছিল। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৪১ বৎসর ১১ মাস।
- গ্রন্থ: নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্ নবী সম্পাদিত। কবি নজরুল
ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০১৮। গান ৭৫৩। পৃষ্ঠা
২২৯]
- রেকর্ড: এইচএমভি [মে ১৯৪১
খ্রিষ্টাব্দ (বৈশাখ-জ্যৈষ্ঠ ১৩৪৮)। এন ২৭১২২।
শিল্পী: মৃণালকান্তি ঘোষ। সুর চিত্ত রায়।
- স্বরলিপি ও স্বরলিপিকার: সেলিনা হোসেন
[একবিংশ খণ্ড,
নজরুল ইন্সটিটিউট, ঢাকা] ১৬ সংখ্যক গান।
[নমুনা]
- সুরকার: চিত্ত রায়।
- পর্যায়:
- বিষয়াঙ্গ: প্রেম
- সুরাঙ্গ: লোকসুর
- তাল:
দাদরা
- গ্রহস্বর: পা