বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম :
রাঙা জবার বায়না ধ'রে আমার কালো মেয়ে কাঁদে
 
                          তাল : দাদ্‌রা

       রাঙা জবার বায়না ধ'রে আমার কালো মেয়ে কাঁদে
       সে তারার মালা সরিয়ে ফেলে এলোকেশ নাহি বাঁধে ॥
       পলাশ অশোক কষ্ণচূড়ায়, রাগ ক'রে সে পায়ে গুড়ায়
       সে কাঁদে দু'হাত দিয়ে ঢেকে যুগল আঁখি সূর্য চাঁদে॥
       অনুরাগের রাঙাজবা থাক না মোর মনের বনে
       আমার কালো মেয়ের রাগ ভাঙাতে ফিরি জবার অন্বেষণে।
       মা'র রাঙা চরণ দেখতে পেয়ে, বলি এই যে জবা হাবা মেয়ে
(সে)  জবা ভেবে আপন পায়ে উঠলো নেচে মধুর ছাঁদে॥