বিষয়: নজরুল সঙ্গীত। 
শিরোনাম: সোনার বরণ কন্যা গো, এসো আমার সোনার নায়ে 
	
		
                    তাল: ফের্তা
			
পুরুষ   :  সোনার বরণ কন্যা গো, এসো আমার সোনার নায়ে
                                                    চল আমার বাড়ি
স্ত্রী      :  ওরে অচিন দেশের বন্ধুরে,
            তুমি ভিন্ 
	গেরামের নাইয়া আমি ভিন্ গেরামের নারী।
পুরুষ   :  গয়না দিব বৈচী খাড়ু শাড়ি ময়নামতীর।
স্ত্রী      :  গয়না দিয়ে মন পাওয়া যায় না 
	কুলবতীর।
পুরুষ   :  শাপলা ফুলের মালা দেব রাঙা রেশমি চুড়ি।
স্ত্রী      :  ঐ মন-ভুলানো জিনিস নিয়ে (বন্ধু) 
	মন কি দিতে পারি?
পুরুষ   :  (তুমি) কোন্-সে রতন চাও রে কন্যা, আমি কি তা জানি?
স্ত্রী      :  তোমার মনের রাজ্যে আমি হ’তে চাই 
	রাজরানী।
দ্বৈত    :  হইও সাক্ষী তরুলতা পদ্মা নদীর পানি (আরে ও)
           (আজি) কূল ছাড়িয়া 
	দু’টি প্রাণী অকূলে দিল পাড়ি॥
		
	
	- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। 
		১৯৩৮ খ্রিষ্টাব্দের মে (বৈশাখ-জ্যৈষ্ঠ ১৩৪৫) মাসে, এইচএমভি রেকর্ড কোম্পানি 
	থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৩৯ 
	বৎসর ১১ মাস। 
 
- রেকর্ড: 
	
	এইচএমভি [মে ১৯৩৮ (বৈশাখ-জ্যৈষ্ঠ ১৩৪৫)। এন ১৭০৭১। শিল্পী: রতন মাঝো 
			(গিরীন চক্রবর্তী) ও ফুলকুমারী (হরিমতী)। সুর: গিরীন চক্রবর্তী]
- বেতার: কলকাতা বেতার। কলকাতা ক। দ্বিতীয় অধিবেশন। সকাল: 
		১০.৩০-১১.৩০। [২   ডিসেম্বর ১৯৩৯ (শনিবার, 
	১৬ অগ্রহায়ণ ১৩৪৬)]। শিল্পী: ফুলকুমারী ও রতন মাঝি।
 [সূত্র: 
The Indian Listener, Vol. IV, No. 23 November 1939] page 1615]
 
 
- স্বরলিপি ও স্বরলিপিকার: সেলিনা হোসেন 
	[একবিংশ খণ্ড, 
নজরুল ইন্সটিটিউট, ঢাকা] ২৪ সংখ্যক গান। 
[নমুনা]
- সুরকার:
	নজরুল ইসলাম
- পর্যায়: 
	
		- বিষয়াঙ্গ: প্রেম
			- সুরাঙ্গ: লোকসুর
- তাল: তাল ফেরতা 
(দাদরা/
কাহারবা)
- গ্রহস্বর:  পা