বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: নিশির নিশুতি যেন হিয়ার ভিতরে গো
নিশির নিশুতি যেন হিয়ার ভিতরে গো,
সে বলেও না টলেও না থমথম করে গো॥
যেন নতুন পিঞ্জরের পাখি, ঘেরা টোপে ঢাকা থাকি
জটিলা-কুটিলার ভয়ে আছি আমি ম’রে গো॥
যেন চোরের বউ কান্তে নারি ভয়ে ফুকারিয়া গো,
আমি রান্না ঘরে কান্না লুকাই লঙ্কা-ফোড়ন দিয়া গো।
ব্যথার ব্যথী পাইরে কোথা, জানাই যা'রে মনের ব্যথা
বুকে ধিকি ধিকি তুষের আগুন জ্ব'লবে চিরতরে
বুঝি জ্ব’লবে জনম ভ'রে গো॥
- রচনাকাল ও স্থান:
গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু
জানা যায় না।
১৯৩৮ খ্রিষ্টাব্দের জুন (জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৪৫) মাসে ,
এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল।
এই সময় নজরুলের বয়স ছিল ৩৯ বৎসর ৩ মাস।
- রেকর্ড:
এইচএমভি [সেপ্টেম্বর ১৯৩৮ (ভাদ্র-আশ্বিন-১৩৪৫)। এন ১৭১৮৫। শিল্পী:
পদ্মরাণী চট্টোপাধ্যায়। সুর: নজরুল ইসলাম]। এই রেকর্ডের জুড়ি গান ছিল-
ও বন্ধু! দেখ্লে তোমায় বুকের মাঝে [তথ্য]
এইচএমভির রেকর্ড বুলেটিনে [সেপ্টেম্বর ১৯৩৮] উভয় গানের বাণী মুদ্রিত ছিল। পৃষ্ঠা:।
১৬ [নমুনা]
- বেতার: কলকাতা বেতার। কলকাতা খ। চতুর্থ অধিবেশন সন্ধ্যা ৯:৩০। ৪ ডিসেম্বর
১৯৩৯ (সোমবার,
১৮ অগ্রহায়ণ ১৩৪৬)। শিল্পী: পদ্মরাণী গাঙ্গুলী।
[সূত্র:
The Indian Listener, Vol. IV, No. 23 November 1939] page 1623]
- স্বরলিপি ও স্বরলিপিকার: সেলিনা হোসেন
[একবিংশ খণ্ড,
নজরুল ইন্সটিটিউট, ঢাকা] ১৪ সংখ্যক গান।
[নমুনা]
- সুরকার: কাজী নজরুল ইসলাম
- পর্যায়:
- বিষয়াঙ্গ: মরমী
- সুরাঙ্গ: লোক-আঙ্গিক
- তাল: দ্রুত
দাদরা
- গ্রহস্বর: ধা