বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: বেদনা বিহ্বল পাগল পুবালি পবনে
বেদনা বিহ্বল পাগল পুবালি পবনে
হায় নিদ-হারা তার আঁখি-তারা জাগে আনমনা একা বাতায়নে॥
ঝরিছে অঝোর নভে বাদল,
হিয়া দুরু দুরু মন উতল,
কাজলের বাঁধ নাহি মানে হায়—অশ্রুর নদী দু'নয়নে॥
মন চলে গেছে দূর সুদূর-
একা প্রিয় যথা ব্যথা-বিধুর,
এ বাদল রাতি কাটে বিনা সাথি, তারি কথা শুধু পড়ে মনে॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না ১৯৩৬ খ্রিষ্টাব্দের জুলাই (আষাঢ়-শ্রাবণ ১৩৪৩)
মাসে, এইচএমভি
রেকর্ড কোম্পানি এই গানটির প্রথম রেকর্ড প্রকাশ করেছিল। এই সময় নজরুলের বয়স ছিল
৩৭ বৎসর ১ মাস।
- রেকর্ড:
এইচএমভি [জুলাই ১৯৩৬ (আষাঢ়-শ্রাবণ ১৩৪৩)। এফটি ৯৭৪৪। শিল্পী: ধীরেন দাস
ও ইন্দুবালা। সুর ধীরেন দাস]
- স্বরলিপি ও স্বরলিপিকার:
- নীলিমা দাস। [নজরুল
সঙ্গীত স্বরলিপি, একত্রিশতম খণ্ড, নজরুল ইন্সটিটিউট, ঢাকা। ফাল্গুন,
১৩৯৭ বঙ্গাব্দ/ ফেব্রুয়ারি, ২০০৭ খ্রিষ্টাব্দ] ১৮ সংখ্যক গান।
ধীরেন দাস
ও ইন্দুবালা-এর গাওয়া গানের সুরানুসারে স্বরলিপি করা হয়েছে।
- পর্যায়:
- বিষয়াঙ্গ: প্রেম
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য