বিষয়: নজরুল সঙ্গীত
শিরোনাম: গোলাপ ফুলের কাঁটা আছে সে গোলাপ শাখায়
	
	
	
গোলাপ ফুলের কাঁটা আছে সে গোলাপ শাখায়,
এনেছি ছিঁড়ে তায় রাতুল পরাতে তোমায় খোঁপায়।
কি হয়ে জানিয়া গোলাব কাঁদিল কি না;
হৃদয় ছিঁড়েছি যাহার, বুঝিবে না গো সে বিনা।
ভুল ভাঙায়ো না আর সাকি, ঢালো শারাব-পিয়ালা।
মতলব কহিব পিছে, নেশা ধরুক চোখে বালা॥
জানি আমি জানে বুলবুল কেন দলিয়া চলি ফুল,
ভালোবাসি যারে যতই, তারে ততই হানি জ্বালা॥
তিক্ত নহে এ শারাব বিফল মোর জীবনের চেয়ে,
শোনায়ো না নীতি-কথা, শোনাও খুশির গজল গেয়ে;
টুটিয়া আসিবে নেশা, ঢালো শারাব-পিয়ালা॥
	
	
		
	- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু 
	জানা যায় না। ১৩৩৯ বঙ্গাব্দের আষাঢ় (জুলাই ১৯৩২) মাসে প্রকাশিত '
	সুর-সাকী' গ্রন্থে অন্তর্ভুক্ত হয়ে গানটি প্রথম প্রকাশিত হয়েছিল।
		এই 
		সময় 
	নজরুল ইসলামের বয়স ছিল  ৩৩
		বৎসর ১ মাস।
 
- গ্রন্থ:
	
		- সুর-সাকী
			- প্রথম সংস্করণ [আষাঢ় ১৩৩৯ বঙ্গাব্দ। জুলাই ১৯৩২)] 
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ, চতুর্থ খণ্ড। বাংলা একাডেমী, 
			ঢাকা। [জ্যৈষ্ঠ ১৪১৮, মে ২০১১। সুর-সাকী। ১৭
			। পিলু মিশ্র-কার্ফা। পৃষ্ঠা: ২৩১]
 
 
- রেকর্ড:
	এইচএমভি। 
	নভেম্বর ১৯৩২ (কার্তিক-অগ্রহায়ণ১৩৩৯)। এন ৭০৫৪। শিল্পী:  
ধীরেন্দ্রনাথ দাস
- স্বরলিপি ও স্বরলিপিকার:
- পর্যায়:
			- বিষয়াঙ্গ:  ভক্তি [ইসলামি, সুফিবাদী]
- সুরাঙ্গ: গজল