নজরুল ইন্সটিটিউট কর্তৃক
প্রকাশিত
নজরুল সঙ্গীত স্বরলিপি
চল্লিশতম খণ্ড
নজরুল ইন্সটিটিউট কর্তৃক
প্রকাশিত নজরুল সঙ্গীতের এই গ্রন্থটি প্রথম প্রকাশিত হয়েছিল জ্যৈষ্ঠ ১৪২৩ বঙ্গাব্দ/
জুন, ২০১৬ খ্রিষ্টাব্দে। এই গ্রন্থটির অনুমোদন করেছিল, তৎকালীন সরকার কর্তৃক
পুনর্গঠিত 'নজরুল-সঙ্গীত স্বরলিপি প্রমাণীকরণ পরিষদ'। উল্লেখ্য, এই পরিষদের সভাপতি
ছিলেন
সুধীন দাশ। পরিষদের অন্যান্য সদস্যরা
ছিলেন ফেরদৌসী রহমান, এস. এম. আহসান মুর্শেদ, খালিদ হোসেন, সেলিনা হোসেন, ইদ্রিস
আলী এবং নির্বাহী পরিচালক, নজরুল ইন্সটিটিউট (সদস্য-সচিব)।
নজরুল সঙ্গীত
স্বরলিপি-চল্লিশতম খণ্ডের
সমুদয় গানের স্বরলিপি করেছেন এস. এম. আহসান মুর্শেদ। গ্রন্থটিতে মোট
২৫টি গানের স্বরলিপি মুদ্রিত আছে। এই গানগুলোর বর্ণানুক্রমিক তালিকা নিচে দেওয়া হলো।
গ্রন্থের পূর্ণ নমুনা
-
আজি বাদল বঁধু এলো শ্রাবণ-সাঁঝে
[তথ্য]
[নমুনা]
- আমরা শক্তি আমরা বল, আমরা ছাত্রদল
[তথ্য]
[নমুনা]
- আমি গরবিনী মুসলিম বালা
[তথ্য]
[নমুনা]
- এক্লা ভাসাই গানের কমল সুরের স্রোতে
[তথ্য]
[নমুনা]
- এলো শোকের সেই মহররম কারবালার স্মৃতি ল'য়ে
[তথ্য]
[নমুনা]
- ওরে মথুরবাসিনী, মোরে বল্
[তথ্য]
[নমুনা]
- কোন দূরে ও-কে যায় চলে যায়
[তথ্য]
[নমুনা]
- গোলাপ ফুলের কাঁটা আছে সে গোলাব শাখায়
[তথ্য]
[নমুনা]
- ঝুমকো লতার চিকন পাতায়
[তথ্য]
[নমুনা]
- তুমি নন্দন-পথ ভোলা
[তথ্য]
[নমুনা]
- তৃষিত আকাশ কাঁপে রে
[তথ্য]
[নমুনা]
- তোমার হাতের সোনার রাখি আমার হাতে পরালে
[তথ্য]
[নমুনা]
- পথে পথে কে বাজিয়ে চলে বাঁশি (ওকে)
[তথ্য]
[নমুনা]
- ফুরাবে না এই মালা গাঁথা মোর
[তথ্য]
[নমুনা]
- বনমালার ফুল জোগালি
[তথ্য]
[নমুনা]
- বিদায় বেলায় করুণ সুরে গাইছ কেন গান
[তথ্য]
[নমুনা]
- ভরিয়া পরাণ শুনিতেছি গান আসিবে আজ বন্ধু মোর
[তথ্য]
[নমুনা]
- মোর শ্যাম সুন্দর এসো
[তথ্য]
[নমুনা]
- রিমি ঝিম রিমি ঝিম ঐ নামিল দেয়া
[তথ্য]
[নমুনা]
- শহীদি ঈদগাহে দেখ আজ জামায়েত ভারি
[তথ্য]
[নমুনা]
- শ্যামের সাথে চল সখি খেলি সবে হোরি
[তথ্য]
[নমুনা]
- সাঁঝের আঁচলে রহিল এ প্রিয় ঢাকা
[তথ্য]
[নমুনা]
- সুদূর সিন্ধুর ছন্দ উতল [তথ্য]
[নমুনা]
- স্বদেশ আমার! জানি না তোমার শুধিব মা কবে ঋণ
[তথ্য]
[নমুনা]
- হয়ত আমার বৃথা আশা
[তথ্য]
[নমুনা]