বিষয়: নজরুল সঙ্গীত। 
শিরোনাম: মোর শ্যাম সুন্দর এসো
	
		
মোর শ্যাম সুন্দর এসো।
			প্রেমের বৃন্দাবনে এসো হে ব্রজধাম-সুন্দর এসো॥
			এসো হৃদয়ে হৃদয়েশ মোর নয়নের আগে এসো হে।
			মোর নব-অনুরাগে এসো শ্যাম কোটি-কাম-সুন্দর এসো॥
			রস মানস গঙ্গার কূলে রসরাজ এসো এসো হে।
			এসো মুরলী বাজায়ে এসো হে, এসো ময়ূরে নাচায়ে এসো হে মাধব,
			মধু-বনমাঝে, এসো এসো হে॥
			মোর মুখের ভাষায় এসো, মোর প্রাণের আশায় এসো।
			নবীন নীরদ ঘনশ্যাম রূপে রূপ-পিপাসায় এসো
			এসো মদন-মোহন শোভন অভিরাম-সুন্দর এসো॥
		
	
- রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে 
		সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৭ খ্রিষ্টাব্দের মে
		(বৈশাখ-জ্যৈষ্ঠ ১৩৪৪) মাসে, 
	এইচএমভি রেকর্ড কোম্পানি
	এই গানের একটি রেকর্ড প্রকাশ করেছিল।  নজরুলের ইসলাম ৩৭ বৎসর ১১ 
		মাস বয়স অন্তের শেষে গানটি রেকর্ড করা হয়েছিল। 
 
- গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ, (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২) -এর 
			২০৯২ সংখ্যক গান। পৃষ্ঠা: ৬৩০।
রেকর্ড: এইচএমভি [মে ১৯৩৭ খ্রিষ্টাব্দ (বৈশাখ-জ্যৈষ্ঠ ১৩৪৪)।  এন. ৯৮৯৯। শিল্পী: মহম্মদ কাশেম। সুর: নজরুল ইসলাম।]
 
	স্বরলিপিকার ও স্বরলিপি:
	আহসান মুর্শেদ। নজরুল সঙ্গীত স্বরলিপি (৪০ খণ্ড)। প্রথম প্রকাশ,জ্যৈষ্ঠ 
১৪২৩ বঙ্গাব্দ/ জুন, ২০১৬ খ্রিষ্টাব্দ]। ১৯ সংখ্যক 
	গান। পৃষ্ঠা: ৮০-৮৪ [নমুনা]
 
	পর্যায়:
		- বিষয়াঙ্গ: ভক্তি [সনাতন হিন্দু ধর্ম, বৈষ্ণব]
- সুরাঙ্গ: ভজন।