বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম:
বনমালার ফুল জোগালি বৃথাই বন-লতা
তাল : দাদ্রা
বনমালার ফুল জোগালি বৃথাই বন-লতা
বনের ডালায় কুসুম শুকায়, বনমালি কোথা॥
শুকনো পাতার গুনে নূপুর
চমকে ওঠে বনে ময়ূর,
রাস নাই আজ নিরাশ ব্রজে গভীর নীরবতা॥
যমুনা-জল উজান বেয়ে কদম-তলে আসি'
ভাটিতে যায় ফিরে, নাহি শু'নে শ্যামের বাঁশি।
তমাল-ডালে ঝুলনা আর
গোপীরা বাঁধেনি এবার,
শ্রাবণ এসে কেঁদে শুধায় ঘনশ্যামের কথা॥
- রচনাকাল ও স্থান:
গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। সঙ্গীত বিজ্ঞান প্রবেশিকা
পত্রিকার [জ্যৈষ্ঠ ১৩৪৬ (মে-জুন ১৯৩৯) সংখ্যায় গানটি প্রকাশিত হয়েছিল। এই স্বরলিপির
পাদদেশে উল্লেখ আছে- 'এই গানখানি টুই রেকর্ডে কুমারী গীতা বসু কর্তৃক গীত হইয়াছে।'
বাস্তবে এই গানটি টুইন রেকর্ড কোম্পানি থেকে প্রকাশিত হয়েছিল ১৯৩৯ খ্রিষ্টাব্দের
জুন (জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৪৬) মাসে। সম্ভবত সঙ্গীত বিজ্ঞান প্রবেশিকা পত্রিকাটি 'জ্যৈষ্ঠ
১৩৪৬' বিলম্বে প্রকাশিত হয়েছিল এবং বিলম্বে প্রকাশিত এই পত্রিকায় এই গানটি
স্বরলিপি-সহ প্রকাশিত হয়েছিল। রেকর্ড প্রকাশের বিচারে এই গানটি নজরুলের ৪০ বৎসর ১
মাস বয়সে ও প্রকাশিত হয়েছিল বলে দাবি করা যায়।
- গ্রন্থ:
নজরুল-সঙ্গীত,আদি স্বরলিপি সংগ্রহ। ২৪ সংখ্যক গান (নজরুল ইনস্টিটিউট, আশ্বিন ১৪০৬। অক্টোবর ১৯৯৯)। পৃষ্ঠা: ৬২-৬৩।
[নমুনা]
- পত্রিকা:
- সঙ্গীত বিজ্ঞান প্রবেশিকা [জ্যৈষ্ঠ ১৩৪৬ (মে-জুন ১৯৩৯)। কথা ও সুর:
নজরুল ইসলাম। স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার। পৃষ্ঠা: ১০১- ১০৩]
[নমুনা]
- রেকর্ড: টুইন [জুন ১৯৩৯ (জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৪৬)। এফটি ১২৮৪২। শিল্পী: কুমারী গীতা
বসু]
- সঙ্গীতবিষয়ক তথ্যাবলি:
- স্বরলিপি ও স্বরলিপিকার:
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ভক্তি [বৈষ্ণব]
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য