বিষয়: নজরুল সঙ্গীত। 
শিরোনাম: তুমি নন্দন-পথ ভোলা  
	
		
			রাগ: পিলু-কাফি, তাল: কাহারবা
			
তুমি নন্দন-পথ ভোলা॥
তুমি মন্দাকিনী-ধারা উতরোলা॥
			তোমার প্রাণের পরশ লেগে
কুঁড়ির বুকে মধু উঠ্ল জেগে,
দোলন-চাঁপায় লাগে দোলা॥
			তোমারে হেরিয়া পুলকে ওঠে ডাকি'
বকুল বনের ঘুমহারা পাখি,
ধরার চাঁদ তুমি চির-উতলা॥
		
	
	- রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে 
		সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৪ খ্রিষ্টাব্দের জানুয়ারি  (পৌষ-মাঘ ১৩৪০) মাসে টুইন রেকর্ড কোম্পানি থেকে এই গানটির 
		প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই 
		সময় নজরুলের বয়স ছিল ৩৪ বৎসর ৭ মাস।
 
- গ্রন্থ:
		- 
		
		গীতি-শতদল
			- প্রথম সংস্করণ [বৈশাখ ১৩৪১। এপ্রিল ১৯৩৪। পিলু-কাফি-কার্ফা]।
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংকলন। পঞ্চম খণ্ড। বাংলা একাডেমী। ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১। গীতি-শতদল। গান সংখ্যা ৬।  পিলু-কাফি-কার্ফা। পৃষ্ঠা ২৮৮]
			
 
- নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা 
				১৪৯।  রাগ: পিলু-কাফি, তাল: কাহারবা। পৃষ্ঠা: ৪৩৬]
 
 
- রেকর্ড:
	 টুইন [জানুয়ারি ১৯৩৪ (পৌষ-মাঘ ১৩৪০)]। এফটি ৩০০২। শিল্পী: মাস্টার 
			কমল
 
- স্বরলিপি ও স্বরলিপিকার:আহসান মুর্শেদ  
	[নজরুল 
	সঙ্গীত স্বরলিপি, চল্লিশতম খণ্ড, নজরুল ইন্সটিটিউট, ঢাকা। 
জ্যৈষ্ঠ 
১৪২৩ বঙ্গাব্দ/ জুন, ২০১৬ খ্রিষ্টাব্দ] প্রথম গান। পৃষ্ঠা: ১৭-১৮। 
[নমুনা]
 
- পর্যায়: