বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: জপে ত্রিভুবন শ্রীকৃষ্ণকে নাম পবন জপে
জপে ত্রিভুবন শ্রীকৃষ্ণকে নাম পবন জপে
শ্রীকৃষ্ণকে নাম শ্রীকৃষ্ণকে নাম॥
গগন হাতমে লিয়ে তারা কি মালা জপে কৃষ্ণনাম
ফুলকলিকে মালা লিয়ে বনবালা জপে কৃষ্ণনাম,
জপত পন্ছী সব কোয়েলা পাপীহারা ওহি নাম অবিরাম॥
(ওহি)নাম জপত হ্যায় শওন ধারা
জপে নদী জল ওহি নাম প্যারা,
সাঁঝ সকার কে রং মে উয়ো নাম কা ইশারা।
উয়ো নাম সমুন্দর জপতে দিবস যাম॥
-
রচনাকাল ও স্থান: গানটির
রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৮ খ্রিষ্টাব্দের জানুয়ারি
(পৌষ-মাঘ ১৩৪৪) মাসে , এইচএমভি রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ
করেছিল।
এই
সময়
নজরুল ইসলামের বয়স ৩৮
বৎসর ছিল ৭
মাস।
- গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা
২৪৬০।
পৃষ্ঠা:৭৬০]
- রেকর্ড: এইচএমভি [জানুয়ারি ১৯৪১ । এন ১৭০২৩] শিল্পী: রেবা সোম।
সহশিল্পী:
নজরুল ইসলাম ও
ধীরেন্দ্রনাথ দাস। সুর:
নজরুল ইসলাম