বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: মাধব বংশীধারী বনওয়ারী গোঠ-চারী
মাধব বংশীধারী বনওয়ারী গোঠ-চারী গোবিন্দ কৃষ্ণ মুরারী।
গোবিন্দ কৃষ্ণ মুরারি হে পাপ-তাপ-দুখ-হারী॥
কালরূপ কভু দৈত্য-নিধনে, চিকন কালা কভু বিহর বনে,
কভু বাজাও বেণু, খেল ধেনু-সনে,
কভু বামে রাধা প্যারী, গোপ-নারী মনোহরি, নিকুঞ্জ-লীলা-বিহারী॥
কুরুক্ষেত্র-রণে পাণ্ডব-মিতা, কণ্ঠে অভয়বাণী ভগবদ্-গীতা,
পূর্ণ ভগবান পরম পিতা, শঙ্খ-চক্র-গদাধারী,
পাপ-তারী, কাণ্ডারি ত্রিভুবন সৃজনকারী॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩২ খ্রিষ্টাব্দের জুলাই (আষাঢ়-শ্রাবণ ১৩৩৯)
মাসে গানটি এইএইচএমভি রেকর্ড কোম্পানি থেকে প্রথম প্রকাশিত হয়েছিল। এই
সময়
নজরুল ইসলামের বয়স ছিল ৩৩ বৎসর ১ মাস।
- গ্রন্থ:
- বনগীতি
- প্রথম সংস্করণ [১৩ অক্টোবর ১৩৩২ (রবিবার ২৭ আশ্বিন ১৩৩৯)। ভৈরবী-কার্ফা। পৃষ্ঠা: ৬৭]
।
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ পঞ্চম খণ্ড। বাংলা একাডেমী। ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১
। বনগীতি। ৪৬ সংখ্যক গান। ভৈরবী-কার্ফা। পৃষ্ঠা ২০৫-২০৬]
- নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা
২০৭৮। রাগ: ভৈরবী,
তাল: কাহারবা। পৃষ্ঠা: ৬২৬]
রেকর্ড: এইচএমভি।
[জুলাই ১৯৩২ (আষাঢ়-শ্রাবণ ১৩৩৯)]। এন ৭০১১। শিল্পী:
ধীরেন্দ্রনাথ দাস ও বীণাপাণি।
এর জুড়ি গান ছিল-
- স্বরলিপি ও স্বরলিপিকার:
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ভক্তি [হিন্দুধর্ম, শাক্ত]
- সুরাঙ্গ:
ভজন