বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: ওরে আজ ভারতের নব যাত্রা পথের
ওরে আজ ভারতের নব যাত্রা পথের
বাঁশি বাজলো, বাজলো বাঁশি
ফেলে তরুর ছায়া ভুলে ঘরের মায়া
এলো তরুণ পথিক ছুটে রাশি রাশি॥
তারা আকাশকে আজ চাহে লুটে নিতে
তারা মন্থর ধারায় চাহে দুলিয়ে দিতে
তারা তরুণ তরুণ প্রাণ জাগায় মৃতে
সাহস জাগায় চিতে তাদের অট্টহাসি॥
মোরা প্রাচীরের পরে রে প্রাচীর তুলে
ভাই হয়ে ভাইকে হায় ছিলাম ভুলে।
আজ ভেঙে প্রাচীর হল ঘরের বাহির
একই অঙ্গনে দাঁড়ালো উন্নত শির
এলো মুক্ত গগন তলে প্রাণ পিয়াসি
এলো তরুণ পথিক ছুটে রাশি রাশি॥
- রচনাকাল ও স্থান:
গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
১৯৩৪ খ্রিষ্টাব্দের ডিসেম্বর (অগ্রহায়ণ-পৌষ ১৩৪১) মাসে এইচএমভি রেকর্ড কোম্পানি
থেকে গানটির রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময়
নজরুলের
বয়স ছিল ৩৫ বৎসর ৬
মাস।
- গ্রন্থ
- নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২)।
৮৪৫
সংখ্যক গান। পৃষ্ঠা:
২৫৯।
- রেকর্ড:
- এইচএমভি [ডিসেম্বর ১৯৩৪ (অগ্রহায়ণ-পৌষ ১৩৪১)। এন ৭৩১৩। শিল্পী:
ধীরেন্দ্রনাথ দাস।]
- ১৯৩৫ খ্রিষ্টাব্দের
১৩ ডিসেম্বর তারিখে (রবিবার ২৯ পৌষ ১৩৪১)
এইচএমভি রেকর্ড কোম্পানির
সাথে চুক্তি হয়। এই চুক্তিতে গানটি ছিল।
- এইচএমভি [আগষ্ট ১৯৪৯ (শ্রাবণ-ভাদ্র ১৩৫৬)। এন ৩১০৬৮। শিল্পী: সুপ্রীতি
ঘোষ ও তরুণ বন্দ্যোপাধ্যায়। সুর: নজরুল ইসলাম]
- সুরকার:
কাজী
নজরুল ইসলাম
- স্বরলিপি ও স্বরলিপিকার:
আহসান
মুর্শেদ
[নজরুল সঙ্গীত স্বরলিপি,
পঁয়তাল্লিশতম খণ্ড, কবি নজরুল ইসলাম
ইনস্টিটিউট। জুন ২০১৮] গান সংখ্যা ৬। পৃষ্ঠা: ৩১-৩৪ [নমুনা]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: স্বদেশ
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্যের সুর